ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

লোকজন পাগল হয়ে গেছে, অন্তঃসত্ত্বা প্রসঙ্গে সোনাক্ষী

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৩:৫৫ পিএম

লোকজন পাগল হয়ে গেছে, অন্তঃসত্ত্বা প্রসঙ্গে সোনাক্ষী

সোনাক্ষী সিনহা। ছবি: সংগৃহীত

চলতি বছর জুন মাসে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের পরেই ছুটে গিয়েছিলেন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে বেরনোর সময় ধরা পড়েছিলেন ছবিশিকারিদের ক্যামেরায়। তখনই গুঞ্জন ছড়ায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! সেই নিয়ে চর্চাও হয় বিস্তর। তার পর ফের এক অনুষ্ঠানে দম্পতিকে দেখা যায় অদিতি রাও হায়দারি ও তার স্বামী সিদ্ধার্থর সঙ্গে। সেখানেও সোনাক্ষীকে দেখা যায় ঈষৎ পৃথুল চেহারায়।

ফলে আরও একপ্রস্ত আলোচনা শুরু হয় তার আসন্ন মাতৃত্ব নিয়ে। এবার সেই গুঞ্জন নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। বললেন, ‘আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।’

বিয়ের পরে, নবদম্পতির কাছে আসতেই থাকে একের পর এক নিমন্ত্রণ। খাওয়াদাওয়ার পর্ব লেগেই থাকে। সোনাক্ষী-জাহিরও কি বিয়ের পর এমন আমান্ত্রণে সাড়া দিয়েছেন?

এমন প্রশ্নের উত্তরে সোনাক্ষী বলেন, ‘হ্যাঁ এমন বহু আমন্ত্রণ এসেছে। আর এখানেই আমি বলতে চাই, আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি। এই তো কিছু দিন আগে আমাদের হঠাৎ একজন শুভেচ্ছা জানালেন। আরে! আমরা কি নিজেদের বিয়ের এই সফরটা একটু উপভোগও করতে পারব না? লোকজন পাগল হয়ে গেছে।’

বিয়ের আগে টানা সাত বছর সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জাহির। ২৩ জুন বসেছিল তাদের বিয়ের আসর। তবে বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। ঘরোয়া আবহেই বিয়ে সেরেছিলেন দু’জনে। পরে বিলাসবহুল রেস্তঁরায় আয়োজন করা হয়েছিল প্রীতিভোজের।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!