ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

শিল্পী সমিতির দেয়ালে পিনাকির ব্যানার, নেতৃবৃন্দরা বলছেন ‘ষড়যন্ত্র’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৬:৩৭ পিএম

শিল্পী সমিতির দেয়ালে পিনাকির ব্যানার, নেতৃবৃন্দরা বলছেন ‘ষড়যন্ত্র’

ছবি: সংগৃহীত

বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের দেয়ালে সোশ্যাল অ্যাকটিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ব্যানার টানানো। যার মূল ভাষাটা হলো—পিনাকি ভট্টাচার্যকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। ব্যানারের উপরের অংশে লেখা, ‘সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, ছাত্র-জনতা বিপ্লবের অন্যতম স্বপ্নদ্রষ্টাকে ফিরে আনা হোক।’

সিনেমার সঙ্গে পিনাকির সম্পৃক্ততা নেই। তাই বিষয়টি জানতে শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যার পোস্টার লাগানো তিনি আমাদের চলচ্চিত্রের কেউ নেই। এই ব্যানার শিল্পী সমিতি কিংবা শিল্পীরা টানায়নি। রাতের আঁধারে কে বা কারা এই কাজটি করেছেন আমরা জানার চেষ্টা করছি। তবে যে এই কাজটি করেছেন তিনি উদ্দেশ্যপ্রণীতভাবে শিল্পী সমিতিকে বিতর্কিত করার জন্য বলে ধারণা করছি।’

যোগ করে তায়েব আরও বলেন, ‘বন্যাকবলিত মানুষ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্য শিল্পী সমিতি তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু করেছে। আমরা বেশ সাড়া পাচ্ছি। এই ভালো উদ্যোগটি কেউ হয়ত ভালো ভাবে নেয়নি। শিল্পী সমিতিকে প্রশ্নবিত্ত করতে এই ষড়যন্ত্র বলে মনে করছি। তাদের উদ্দেশ্য বলতে চাই—এসব ঘৃণিত করে শিল্পী সমিতিকে থমিয়ে রাখা যাবে না।’

শিল্পী সমিতির আঙ্গিনা। ছবি: সংগৃহীত

সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বলেন, ‘আমি জানামাত্রই ব্যানার সমিতির আঙ্গিনা থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি। তিনি তো আমাদের চলচ্চিত্রের কেউ না। তার জন্য আমরা কেন প্রতিবাদ করব। এটা কুচক্রীমহলের কাজ। এসব করে আমাদের কাজ থামিয়ে রাখা যাবে না।’

অন্যদিকে, সমিতির দেয়ালে টানানো এ ব্যানারের শেষে লেখা আছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীবৃন্দ’। কিন্তু এ নামে কোনো সংগঠনও নিবন্ধিত নেই। বিষয়টি সমিতির নেতৃবৃন্দের নজরে এলে তারা ব্যানারটি তাদের আঙ্গিনা থেকে সরিয়ে ফেলেন।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!