মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

দ্বৈত চরিত্রে অভিনয় করেছি: আইরিন

রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৪, ০২:০৪ পিএম

দ্বৈত চরিত্রে অভিনয় করেছি: আইরিন

চিত্রনায়িকা আইরিন। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে চিত্রনায়িকা আইরিন সুলতানা। সিনেমার নাম ‘দুনিয়া’। তবে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ‘টার্গেট’ নামে। বিভিন্ন কারণে দীর্ঘ কয়েক বছর থমকে ছিল এর মুক্তি। বছরের শেষ প্রান্তে এসে সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি আজ দেশজুড়ে মুক্তি পেয়েছে। ব্যবসাসফল ‘প্রিয়তমা ও ‘রাজকুমার’র প্রযোজক আরশাদ আদনান সিনেমাটি প্রযোজনা করেছেন। সিনেমা ও সমসাময়িক প্রসঙ্গে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন আইরিন।

দুনিয়া
অনেকদিন পর আমার সিনেমা মুক্তি পাচ্ছে যে কারণে বেশ ভালো লাগছে। সর্বশেষ আমার মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কাগজ’। এরপর এটি মুক্তি পাচ্ছে। বছর শেষে সিনেমাটি সবার ভালো লাগবে। সবাই হলে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন।

নাম বদল
সিনেমার নাম ‘টার্গেট’ ছিল। কেন নাম বদল হয়েছে ঠিক জানি না। প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক ভালো বলতে পারবে কেন বদল হয়েছে। তবে কাজ ভালো হলে নাম বদলে কিছু যায় আসে না।

চরিত্র
দারুণ মজার একটি চরিত্রে কাজ করেছি। কাজটি করতে পেরে বেশ ভালো লাগছে। সবকিছু মিলিয়ে সে সময় আনিসুর রহমান মিলন ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। দুনিয়া নিয়ে আমি আশাবাদী।

ঈদ ছাড়া
ঈদ ছাড়াও সিনেমা চলে। তবে কাজ ভালো হতে হবে। ভালো কাজ হলে অবশ্যই দর্শক দেখবে। আর সিনেমা অনেক আগের হতে পারে কিন্তু এর ম্যারিট নির্ভর করে মেকিং-এর উপর। সেই জায়গা থেকে মেকিং ভালো হয়েছে। দর্শক দুনিয়া দেখে বিরক্ত হবে না।

ব্যস্ততা
সেভাবে ব্যস্ততা নেই। বেশ কয়েকটি নতুন কাজ নিয়ে কথা হচ্ছে। সবকিছু ব্যাটে বলে মিললে শিগগিরই সুখবর দিতে পারব।

প্রত্যাশা
পুরনো সব কিছু ভুলে নতুন বছর শুরু হোক নতুন ভাবে। সবার ভালো কাটুক সেই কামনা করি। চলচ্চিত্রের আরও উন্নয়ন হোক। ভালো ভালো সিনেমা নির্মিত হোক। এগিয়ে যাক আমাদের বাংলা সিনেমা।

রূপালী বাংলাদেশ

Link copied!