রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৪:৫৬ পিএম

স্বামীর সঙ্গে ফুরফুরে মেজাজে পপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৪:৫৬ পিএম

স্বামীর সঙ্গে ফুরফুরে মেজাজে পপি

ছবি: রূপালী বাংলাদেশ

দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। বিয়ে ও সন্তান জন্মের খবর নিয়েও মুখ খোলেননি তিনি। তবে ব্যক্তিগত জীবনে নেতিবাচক সংবাদে হঠাৎ করেই আলোচনায় এই অভিনেত্রী। পপির বিরুদ্ধে বাবার (আমির হোসেন) জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন বোন ফিরোজা পারভীন। জিডি নং-২১০।

এমন খবরের পর দৈনিক রূপালী বাংলাদেশের অনুসন্ধানে প্রথমবার স্বামী ও সন্তানের সঙ্গে পপির ছবি প্রকাশ্যে আসে। ধারাবাহিক প্রতিবেদনে এবার নায়িকার আরও কিছু ছবি ও তথ্য রূপালী বাংলাদেশের হাতে এসেছে। প্রথম ছবিতে দেখা যায়, একমাত্র সন্তানকে নিয়ে স্বামী আদনান উদ্দিন কামালের জন্মদিন পালন করছেন পপি। কেকের উপরে লেখা, ‘মাই লাভ’।

অন্য একটি ছবিতে দেখা যায়, বিদেশে সন্তান কোলে স্বামীর সঙ্গে ফুরফুরে মেজাজে পপি। অপর ছবিতে নিজ বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে হাস্যোজ্জ্বল ধরা দিয়েছেন অভিনেত্রী। করোনার পর প্রথমবারের মতো প্রকাশ্যে পপির ছবি।

এরপর সবার মনে একই প্রশ্ন, কবে মা হয়েছেন পপি? উত্তর খোঁজে রূপালী বাংলাদেশ। পপির বোন ফিরোজা পারভীন বলেন, ‘২০২১ সালের ৩০ অক্টোবর আয়াতের জন্ম হয়। আদনান কামাল দীর্ঘদিনের বন্ধু ছিল। আমাদের না জানিয়ে বিয়ে করেছে। এখন স্বামীকে নিয়ে আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করছে। যে কারণে সাধারণ ডায়েরি করেছি। আমরা মামলার জন্যও প্রস্তুত আছি।’

বলে রাখা ভালো, পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি। অভিযোগ অনুযায়ী, এর মধ্যে ৫ কাঠা জমি আগে থেকেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন পপি। এখন বাকি ৬ কাঠার মালিকানা পেতে তিনি মা, ভাই ও বোনদের চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আরও জানা যায়, পপির মা যে বাড়িতে থাকেন, সেটির বিদ্যুতের লাইনও নিজের নামে করিয়ে নিয়েছেন এই চিত্রনায়িকা।

পপি চুপিসারে বিয়ে করে সংসার করছেন পুরোনো ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালের সঙ্গে। তাদের সংসারে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে, নাম আয়াত। এই মুহূর্তে পপি খুলনায় স্বামীর সঙ্গে রয়েছেন, এক বান্ধবীর বাসায়। রাজধানীর ধানমন্ডি ১৩ নম্বর রোডে তারা দীর্ঘদিন ধরে বাসবাস করছেন।

বিয়ে ও সন্তান প্রসঙ্গে চুপ থাকলেও মা-বোনের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন পপি। তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘৬ কাঠা জমি চাচা ও বাবার কাছ থেকে আমার কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছি। কিন্তু এদের অত্যাচারের জন্য এখনো পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি।’

পুরো পরিবার পপির উপার্জনে সারাজীবন চলেছে সে কথা জানিয়ে পপি বলেন, ‘এদের শরীরের চামড়া, জামা কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা৷ আমার পরিবারের কেউ কখনো উপার্জন করে খায়নি। ৯৫ সালে আমার বাবা কিন্তু এদেরকে (পরিবার) উপার্জন করে চালায়নি। আমার টাকায় চলেছে।’

এটি পপির প্রথম বিয়ে হলেও স্বামী আদনান উদ্দিন কামালের দ্বিতীয় বিয়ে। তার প্রথম সংসারে তিন সন্তান রয়েছে বলে জানা গেছে। এমনকি আদনান কামালের ফেসবুকেও সন্তানকে নিয়ে ছবি দেখা গেছে।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!