ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীর মিত্র

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৪:৩৪ পিএম

চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীর মিত্র

ছবি: সংগৃহীত

চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের রঙিন নবাব’খ্যাত অভিনেতা প্রবীর মিত্র। সোমবার (০৬ জানুয়ারি) বিএফডিসিতে শ্রদ্ধা আর জানাজা শেষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় আজিমপুর কবরস্থানে। সেখানে বিকেল ৩টা ৪০ মিনিটে তাকে সমাহিত করা হয়।

এই অঙ্গন ছিল তার চিরচেনা। এখানেই রচিত হয়েছে তার সাফল্যের ভিত। শেষবারের মতো এলেন তিনি সেই বিএফডিসিতে। তবে নিথর দেহে। শোকে ভাসিয়ে। প্রিয় অভিনেতাকে বিদায় দেয়ার জন্য ছুটে আসেন তার দীর্ঘদিনের বন্ধু, সহকর্মীরা। তাদের প্রত্যেকের চোখে মুখে বিষাদের সুর।

প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র সংকটাপন্ন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রোববার (০৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তিনি পুরান ঢাকায় বেড়ে উঠেছেন।

থিয়েটারে অভিনয়ের মাধ্যমে সংস্কৃতির ভুবনে আসেন প্রবীর মিত্র। ‘লালকুটি’ থিয়েটারে কাজ করেছেন অনেক দিন। এরপর পরিচালক এইচ আকবরের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি। প্রবীর মিত্রের প্রথম সিনেমার নাম ‘জলছবি’। প্রায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!