ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

তৃপ্তির সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা রাখছেন পুষ্পার অভিনেতা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৪:১৫ পিএম

তৃপ্তির সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা রাখছেন পুষ্পার অভিনেতা

ছবি: সংগৃহীত

পুষ্পা: দ্য রাইজ’ ও ‘পুষ্পা ২: দ্য রুল চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মালয়লাম অভিনেতা ফাহাদ ফাসিল এবার বলিউডে পা রাখছেন। ভারতের জাতীয় ক্রাশ খ্যাত তৃপ্তি দিমরির সঙ্গে জুটি বেঁধে দেশটির সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে এই দক্ষিণী তারকার।

জানা গেছে, বলিউডে ফাহাদ জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলীর হাত ধরে আত্মপ্রকাশ করবেন। ‘জাব উই মেট’, ‘রকস্টার’, ‘লাভ আজকাল’, ‘হাইওয়ে’র মতো সিনেমা নির্মাণ করে সমালোচকদের নজর কেড়েছেন ইমতিয়াজ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিগত কয়েক মাস ধরেই এই প্রজেক্ট নিয়ে একাধিক বৈঠক হয়েছে ইমতিয়াজ ও ফাহাদের মধ্যে। ইতোমধ্যে সই হয়ে গেছে কাগজপত্রে। কেবল আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল। এবার জানা গেল সিনেমাটির নাম ‘ইডিয়টস অব ইস্তাম্বুল’।

জানা যায়, লাভ স্টোরিকে কেন্দ্র করে এটি নির্মিত হবে। সঙ্গে মিউজিক্যাল বিষয়টিও থাকবে। বর্তমানে সিনেমার চিত্রনাট্যর ঘষামাজা করছেন ইমতিয়াজ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫-এর প্রথম দিকেই শুটিং শুরু হয়ে যাবে। পরিচালনার পাশাপাশি এতে প্রযোজক হিসেবেও থাকছেন ইমতিয়াজ।

আরবি/এফআই

Link copied!