ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

মুক্ত হলো রাফির ‘ব্ল‍্যাক মানি’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৯:০৪ পিএম

মুক্ত হলো রাফির ‘ব্ল‍্যাক মানি’

ছবি: সংগৃহীত

‘ব্ল‍্যাক মানি’র টিজার প্রকাশের পর থেকেই এটি ছিল আলোচনায়। অবশেষে দর্শকদের দোরগোড়ায় ওয়েব সিরিজটি। আজ বৃহস্পতিবার সিরিজটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে।

হাজার কোটি টাকা নিয়ে গোলমাল লেগে যায় শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকে। বয়ে যায় রক্তের বন্যা। শেষ পর্যন্ত কার কাছে যাবে বিশাল অঙ্কের টাকা-এমনই রহস্যঘেরা গল্পে নির্মিত ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’। আর এর মধ্যদিয়ে ওয়েব দুনিয়ায় নাম লিখিয়েছেন ‘তুফান’র নির্মাতা রায়হান রাফি।

নির্মাতা রায়হান রাফি বলেন, ‘আমাদের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালো টাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। সিরিজে সেই গল্পটাই দেখানো হবে।

চার পর্বের এই সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, পূজা চেরি, পাভেল, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, ইন্তেখাব দিনার, মুকিত জাকারিয়াসহ অনেকে।

নির্মাতা রাফি সিনেমা দিয়ে আলোচিত হলেও তিনি বেশ কিছু ওটিটি কনটেন্ট নির্মাণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‍‍`সাত নাম্বার ফ্লোর‍‍`, ‍‍`খাঁচার ভেতর অচিন পাখি‍‍`, ‍‍`জানোয়ার‍‍`, ‍‍`ফ্রাইডে‍‍`, ‍‍`নিঃশ্বাস‍‍`, ‘অমীমাংসিত’।

আরবি/জেডআর

Link copied!