ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

শক্তিশালী চরিত্রের অপেক্ষায় রাইমা

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০১:০৫ পিএম

শক্তিশালী চরিত্রের অপেক্ষায় রাইমা

রাইমা সেন। ছবি: সংগৃহীত

জন্মদিনে শুটিংয়ের ব্যস্ততা নেই। কলকাতায় রয়েছেন রাইমা সেন। বৃহস্পতিবার অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি কী ভাবে কাটবে তার? শহরে থাকলে জন্মদিনের দিনটি পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গেই কাটাতে পছন্দ করেন রাইমা। এবারেও তার অন্যথা হচ্ছে না। বৃহস্পতিবার তিনি কোনও কাজ রাখেননি।

জানালেন, বাড়িতে পরিবারের সঙ্গেই সময় কাটাবেন। কয়েক জন বন্ধুও বাড়িতে আসতে পারেন। সাধারণত জন্মদিনে কেউ কেউ নিজের জন্য কোনও প্রতিজ্ঞা করেন। রাইমা কি এ রকম কোনও বিশেষ প্রতিজ্ঞায় বিশ্বাস করেন? অভিনেত্রী বললেন, ‘এক দম নয়। জন্মদিন কেন, আমি কোনও রেজোলিউশনেই বিশ্বাস করি না।’

সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি বাংলা ওয়েব সিরিজে দর্শক রাইমাকে দেখেছেন। তার মধ্যে ‘রক্তকরবী’ এবং ‘কলঙ্ক’ অন্যতম। রাইমা বেছে কাজ করতে পছন্দ করেন। তবে অভিনেত্রীর শেষ মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা ছিল ‘দ্বিতীয় পুরুষ’। চার বছর অতিক্রান্ত। নতুন সিনেমাতে দেখা যায়নি তাকে। গত কয়েক বছরে বলিউডে ঘন ঘন কাজ করছেন অভিনেত্রী।

রাইমা সেন। ছবি: সংগৃহীত

টলিপাড়ার উপর অভিনেত্রী কি কোনও অভিমান করেছেন? রাইমা হেসে বললেন, ‘একদম নয়। রাগ কেন করব! আমি তো পর পর ওয়েব সিরিজ করলাম।’

তার কাছে বাংলা থেকে প্রস্তাব আসতেই থাকে, সে কথাও স্পষ্ট করলেন অভিনেত্রী। রাইমার কথায়, ‘কিছুই নয়। আরও ভালো এবং শক্তিশালী চরিত্রের অপেক্ষায় রয়েছি।’

বড় দিনে মুক্তি পাচ্ছে প্রতিম ডি’গুপ্ত পরিচালিত সিনেমা ‘চালচিত্র’। এই সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা। এ ছাড়াও অভিনেত্রীর ‘হাওয়া বদল ২’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি বলিউডেও বেশ কিছু নতুন কাজের জন্য অভিনেত্রী কথাবার্তা হয়েছে।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!