‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্র্যাব)’ কতৃক আয়োজিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার ‘ট্র্যাব’। সম্প্রতি রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বল রুমে অনুষ্ঠিত হয়েছে এই পুরস্কারের ৩৪তম আসর। সিনেমা, গান, নাটক, ওটিটি, ফ্যাশন, সাংবাদিকতা আর বিজনেসে সফল ব্যক্তিদের সম্মানীত করা হয় এতে।
বিনোদন সাংবাদিকতায় সেরার পুরস্কার অর্জন করেছেন বার্তা২৪.কমের বিনোদন সম্পাদক আল মাসিদ (রণ)। তিনি বলেন, ‘কদিন আগে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড আমার সাংবাদিকতা জীবনের ১৪ বছরের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করেছে। তবে এবার ট্র্যাব অ্যাওয়ার্ড পেয়ে অন্য রকম ভালো লাগা কাজ করছে। কারণ, ট্র্যাব যখন বিনোদন দুনিয়ার মানুষদের কাজের স্বীকৃতি দেবার কথা ভেবেছিল, তখন এ দেশে এমন আয়োজন হতো হাতে গোনা। টানা ৩৪ বছর ধরে ট্র্যাব সংস্কৃতিকর্মীদের অনুপ্রেরণা দেবার জন্য এই গুরুত্বপূর্ণ কাজটি করে আসছে নিষ্ঠার সঙ্গে। এমন একটি ঐতিহ্যবাহী সংগঠনের পুরস্কার পেয়ে আমি সত্যি গর্ববোধ করছি। আগামী দিনের কাজ দিয়ে এই পুরস্কারের মর্যাদা বহন করে চলতে চাই।’
২০২৪-এর কাজের জন্য সেরার পুরস্কার পেয়েছেন আদর আজাদ, রাফিয়াত রশিদ মিথিলা, খায়রুল বাসার, ফারিয়া শাহরিন, মহিদুল মহিম, এফএস নাঈম, তানজিকা আমিন, রুনা খান, সাবিলা নূর, আভরাল সাহির, হোমায়েরা বশির, আর্ণিক, মো. আসাদুজ্জামান সকাল, সানায়া চৌধুরী, ইভান শাহরিয়ার সোহাগ, সেমন্তী সৌমী প্রমুখ।
এছাড়া অভিনয়ে বিশেষ অবদানের জন্য প্রখ্যাত চিত্রনায়িকা রোজিনা ও শিমলা, গানে বিশেষ অবদানের জন্য প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস আরা, ফাহমিদা নবী ও সায়েরা রেজা, সংগীত পরিচালক ইথুন বাবু, সাংবাদিকতায় দুলাল খান এবং ফ্যাশন মডেলিংয়ে বুলবুল টুম্পাকে সম্মানীত করা হয়।
আপনার মতামত লিখুন :