‘চালচিত্র’ নামের যে সিনেমা দিয়ে কলকাতা ইন্ডাস্ট্রি এবং চলচ্চিত্র জগতে অভিষেক হয়েছে ঢাকার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর, সেই কাজটি নিয়ে সুখবর দিয়েছেন এর প্রযোজক। প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনের কর্ণধার ফিরদৌসুল হাসান বলেছেন, তারা ‘চালচিত্র’র যাত্রা এগিয়ে নিয়ে যাবেন।
গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রতিম ডি গুপ্তার পরিচালনায় সিনেমাটি। সেখানে খল চরিত্রে ঢাকার অপূর্ব ছাড়া বাকি সবাই কলকাতার অভিনয় শিল্পী। কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন টোটা রায় চৌধুরী। এছাড়া শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসুসহ আরো অনেকে আছেন।
সিনেমা মুক্তির দুইদিন আগে প্রকাশ হয় এর ট্রেইলার। সিনেমা প্রচারকে ঘিরে কোনো অনুষ্ঠানেই অপূর্ব ঢাকা থেকে কলকাতায় যেতে পারেননি বলে ‘আফসোস’ করেছেন প্রতিম।
‘চালচিত্র’র প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, ‘সিনেমার দ্বিতীয় কিস্তি আসছে। পরেরটিও প্রতিমই পরচিলনা করবেন।’ এছাড়া অপূর্বসহ এবারের অন্যান্য অভিনয়শিল্পীরাও পরেরটিতে থাকছেন বলে নিশ্চিত করেছেন প্রযোজক। প্রতিম বলেছেন, ‘চালচিত্র’র কেবল সিকুয়েল নয়, এটার প্রিকুয়েল নিয়েও ভাবা হচ্ছে।’
বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন অপূর্ব। সেখান থেকে কলকাতায় গিয়ে তিনি ‘চালচিত্র’র দ্বিতীয় কিস্তির শুটিংয়ে যোগ দেবেন। সিনেমার সিকুয়েল আসার খবরে খুশি টোটা রায় চৌধুরী। তিনি বলেন, ‘পার্ট ২ আসা খুবই দরকার ছিল।’ আগামী বছরের দুর্গাপূজা বা বড়দিন ঘিরে ‘চালচিত্র ২’ মুক্তির পরিকল্পনা নিয়েছেন পরিচালক-প্রযোজক।
আপনার মতামত লিখুন :