অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় মানেই আলোচনা-সমালোচনা। কাজের চেয়ে ব্যক্তিজীবনে বেশ সমালোচিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সবর থাকেন তিনি। বিভিন্ন সময় উপস্থাপনা কিংবা ফেসবুক পোস্ট কেন্দ্র করে আলোচনায় থাকেন জয়। ফেসবুকে পোস্ট করে নতুন আলোচনায় তিনি।
পোস্টে জয় উল্লেখ করেছেন, ‘আমি এখন জিম্মি’। এরপরই শুরু হয় তাকে নিয়ে নানান প্রশ্ন এবং আলোচনা। অভিনেতা সোমবার (১৩ জানুয়ারি) ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেন জয়। আর সেই পোস্টে লেখেন, ‘অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করলাম। নানান উত্থান পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে তা হচ্ছে অভিজ্ঞতা। মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান। আহ যদি শুধু অভিনেতাই হতে পারতাম! তাহলে হয়ত শুধু ভালোবাসাটাই পেতাম।’
জিম্মি হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি লিখেছেন, ‘অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরো মধুর হত। এক জীবনে শত জীবনের বৈচিত্র্য নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোন কাজে নেই। আমি এখন জিম্মি। বলেন তো জিম্মি কি?’
শাহরিয়ার নাজিম জয়ের সেই পোস্টের কমেন্ট বক্সে অনেকে অভিনয়ের ২৫ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। কেউবা প্রশ্ন করেছেন কেন নিজেকে জিম্মি বলছেন জয়।
আপনার মতামত লিখুন :