ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমি যোগ্য: ভাবনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৩:৩৮ পিএম

নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমি যোগ্য: ভাবনা

ছবি: সংগৃহীত

আশনা হাবিব ভাবনা তার অভিনয় জীবন শুরু করেন ‘নট আউট’ নাটকটির মাধ্যমে, যা ছিল তার প্রথম টিভি নাটক। এরপর তিনি বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। পরে তিনি ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রের দুনিয়ায় প্রবেশ করেন।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ গ্রুপের সমর্থন জানানোয় আওয়ামী লীগকে সমর্থন করার কারণে ভাবনা জনগণের তোপের মুখে পড়েছিলেন। তারপর থেকে বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না।

শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর ভাবনাও কিছুটা গা ঢাকা দিয়ে ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন সক্রিয় ছিলেন না। তবে সম্প্রতি তিনি আবারও নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছেন। নিয়মিত পোস্ট করছেন তিনি।

সম্প্রতি আশনা হাবিব ভাবনা কিছু নতুন ছবি তার ভক্ত-অনুরাগীদের সাথে শেয়ার করেছেন, যেখানে তিনি ওয়েস্টার্ন পোশাকে একেবারে আলাদা স্টাইলে দেখা দিয়েছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমি যোগ্য।’

তিনি আরও লেখেন, ‘আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি, আমি সেরা। আমি যোগ্য ছিলাম, সেরাটা পাওয়ার জন্য আমি উপযুক্ত। এটি আমার ব্যক্তিগত নীতি, যা আমি প্রতিদিন সকালে অভিনয়ের আগে নিজেকে বলি।’

সেই পোস্টের কমেন্ট বক্সে মাহমুদুল হাসান নয়ন লিখেছেন, ‘এত কিছু করে আলো আসবে বলে ভাবনা, কিন্তু আর আলো আসবে না, আপনার আপা তো পালিয়ে গেছে।’

অন্য একজন মন্তব্য করেছেন, ‘ভাবনা কে দেখলেই ভাবনা বেড়ে যায়, ভালোবাসা অবিরাম।’

জনি আলি লিখেছেন, ‘ভাবনা কে দেখলেই ভাবনা বেড়ে যায়, ভালোবাসা অবিরাম।’

আরবি/এফআই

Link copied!