ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

অনিশ্চয়তায় ইধিকার ‘বহুরূপ’!

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৫:৫৬ পিএম

অনিশ্চয়তায় ইধিকার ‘বহুরূপ’!

ইধিকা পাল। ছবি: সংগৃহীত

কলতাতার ছোটপর্দার পরিচিত মুখ হলেও টলিউডে সুবিধা করতে পারছিলেন না ইধিকা পাল। এরই মধ্যে ঢালিউডে সুযোগ আসে তার। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমাতে দেখা যায় এই নায়িকাকে।

এপার বাংলায় প্রথম সিনেমাটি ভাগ্য বদলে দিয়েছে ইধিকার। শাকিবের বদৌলতে এখন টলিউডের সিনেমায়ও কাজ করছেন তিনি। যুক্ত হয়েছিলেন সোহম চক্রবর্তীর বিপরীতে ‘বহুরূপ’ সিনেমায়। কাজও শুরু হয়েছিল। কিন্তু বেশিদিন লাইট ক্যামেরা চলেনি। কেননা বন্ধ হয়েছে ইধিকার নতুন সিনেমার শুটিং। গুঞ্জন উঠেছে পারিশ্রমিক বকেয়া থাকায় বন্ধ হয়েছে সিনমোটির কাজ।

ভারতীয় সংবাদমাধ্যমের কাছে সিনেমার পরিচালক আকাশ মালাকার বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করে নেন। কিন্তু সিনেমার শুটিং যে বন্ধ হয়েছে, তা মানতে নারাজ পরিচালক। আকাশ বলেন, ‘পারিশ্রমিক বাকি থাকায় সমস্যা হয়েছিল। প্রযোজকেরা পরে সেই সমস্যার সমাধান করেছেন। আর সিনেমার শুটিং বন্ধ হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে।’

সিনেমা ঘোষণার সময়ে জানানো হয়েছিল, এতে সোহমকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক। কারণ, সিনেমাতে অভিনেতার সাতটি আকর্ষণীয় লুক থাকবে। ফলে, ঘোষণার পর থেকেই এই সিনেমাকে ঘিরে দর্শকের কৌতূহল। হঠাৎ শুটিং বন্ধে যেন ছন্দপতন ঘটল।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!