মাত্র ২৯ বছর বয়সেই কারিনা কাপুর, দীপিকা পাডুকোন থেকে আলিয়া ভাট—সহ বি-টাউনের তাবড় তাবড় সব অভিনেত্রীদের নাকি পেছনে ফেলে দিয়েছেন রাশমিকা মান্দানা! রণবীর কাপুর হোক কিংবা অমিতাভ বচ্চন বড় বড় সব তারকারা তার প্রশংসায় পঞ্চমুখ। দক্ষিণী সিনেমা হোক বা বলিউড সব কিছুতেই মাত দেওয়া এই অভিনেত্রী নাকি বর্তমানে ভারতের সর্বোচ্চ আয়কারী নায়িকা! এর পেছনের সত্যতা নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং রাশমিকা।
‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার তারকা রাশমিকা বর্তমানে ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেত্রীদের ছাড়িয়ে নাকি ভারতের সর্বোচ্চ আয়কারী হয়ে উঠেছেন! সামাজিক মাধ্যমে এমনই খবর ছড়িয়ে পড়েছে। পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন রাশমিকা। তার মতে, এটি আসলে গুজব। আল্লু অর্জুনের জয়ের পর তিনি ‘পুষ্পা’র জন্য জাতীয় পুরস্কার জিততে পারেন কিনা? তা তিনি কতখানি আশাবাদী? এই প্রশ্নের উত্তরে রাশমিকা হেসে উত্তর দেন, আশা করি। ‘পুষ্পা ২: দ্য রুল’ হল ২০২১ সালের ব্লকবাস্টার হিট ‘পুষ্পা: দ্য রাইজ’-এর একটি বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল। সুকুমার পরিচালিত সিনেমাটি ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে।
অন্যদিকে, রাশমিকা ‘কুবের’ সিনেমায় ধনুশ এবং আক্কিনেনি নাগার্জুনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এছাড়াও তিনি ‘ছাবা’ সিনেমাতে ভিকি কৌশলের বিপরীতে রয়েছেন। এই সিনেমাটি ৬ ডিসেম্বরে মুক্তির কথা ছিল। কিন্তু ‘পুষ্পা ২: দ্য রুল’-এর সঙ্গে সংঘাত এড়িয়ে চলার জন্য আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সিনেমাটি মুক্তি পাবে। এছাড়াও ‘সিকান্দার’-এ সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী। ‘গীত গোবিন্দম’ এবং ‘কিরিক পার্টির’ মতো সিনেমাতে অভিনয় করে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন রাশমিকা। আল্লু অর্জুনের বিপরীতে জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা’-তে তার অভিনয় নজর কেড়েছে সকলের।
নিপুণ অভিনয় দক্ষতার পাশাপাশি রাশমিকা ‘পুষ্পা’ সিনেমার ‘সামি সামি’ গানে নাচের তালে যে শরীরী হিল্লোল তুলেছেন, তাতে মুগ্ধ হয়েছে আসমুদ্রহিমাচল। ‘মজনু’ সিনেমাতে সিদ্ধার্থ মলহোত্রার বিপরীতেও দারুণ মানিয়েছে তাকে। তবে কেবল অভিনয় কিংবা নাচই নয়, রাশমিকার পোশাকও নজর কাড়ছে অনুরাগীদের। তবে সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাশমিকাকে তার পোশাকের জন্য বেশ কটাক্ষের শিকার হয়েছেন।
গত বছর ‘অ্যানিম্যাল’ সিনেমাতে অভিনয় করে দ্রুত প্রচারের আলোয় চলে আসেন রাশমিকা। তাকে নিয়ে শুরু হয় চর্চা। এই সুযোগ অভিনেত্রীর ক্যারিয়ারের অন্যতম বড় সুযোগ আসে ‘সিকান্দার’ সিনেমা। এর অংশ হতে পারে আনন্দিত অভিনেত্রী। ২০২২ সালে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন রাশমিকা। ‘অ্যানিম্যাল’ তার ক্যারিয়ারে প্রয়োজনীয় অক্সিজেন জুগিয়েছে। সিনেমাতে রণবীর কাপুরের সঙ্গে তার রসায়নও দর্শকদের পছন্দ হয়েছিল।
এবার সালমান খানের সঙ্গে তার জুটি কী চমক হাজির করে দেখা যাক। সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগ তার জন্য একটি বিরাট অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও বলিউডে তার শুরুটা তেমন সুখকর অভিজ্ঞতা বয়ে আনতে পারেনি। পরপর বেশ কয়েকটি ফ্লপের পর রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘অ্যানিমেল’ সিনেমাতে। যা রাশমিকাকে অনেক উপরে তুলে এনেছে।
এখন দক্ষিণী সিনেমা ‘পুস্পা ২’তে আবারও শ্রী বললি চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। এর আগে ‘পুস্পা’ সিনেমাতে নায়ক আল্লু অর্জুনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে বাজিমাত করেছিলেন। এবার সেই সিনেমার সিক্যুয়েলে একই চরিত্রে তাকে আরও বিকশিত রূপে দেখা যাবে বলে সবাই আশা করছেন। ইতিমধ্যেই আল্লু অর্জুনের সঙ্গে নতুন এই সিনেমার একটি গানে পিলিংস রীতিমতো উন্মাদনা সৃষ্টি করেছে। প্রায় ৪০০ কোটি রূপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে নতুন ঝড় তুলবে, রেকর্ড পরিমাণ ব্যবসা করবে, ধারণা করা হচ্ছে। যদি শেষ পর্যন্ত তাই ঘটে তাহলে এ সিনেমার নায়িকা হিসেবে রাশমিকা আরেক দফা আলোড়ন তুলবেন তা বলাই বাহুল্য।
আজকাল দক্ষিণী সিনেমার অঙ্গনের অনেক অভিনয়শিল্পী বলিউডের সিনেমায় কাজ করছেন। তাদের সবাই যে সমান ভাবে সফলতা অর্জন করছেন, তা নয়। তবে রাশমিকা ইতিমধ্যেই বলিউড নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছেন। সাম্প্রতিক সময়ের ‘পুস্পা ২’ সিনেমাটি নিয়ে অনেকটাই উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এ সিনেমাটি যদি সৌভাগ্যক্রমে অনেক ভালো ব্যবসা করে এবং রাশমিকা তার পর্দা উপস্থিতির মাধ্যমে নতুন করে বাজিমাত করতে পারেন তাহলে তামিল তেলেগু সিনেমার পাশাপাশি বলিউডেও দীপিকা পাডুকোন, কিয়ারা আদভানি, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, অনন্যা পান্ডে এবং হালের তৃপ্তি দিমরিদের পেছনে ফেলে নিজের অবস্থানকে সুসংহত করতে সক্ষম হবেন ২৯ বছর বয়সী এই তরণী অভিনেত্রী।
আপনার মতামত লিখুন :