এমনিতে তিনি খুব একটা ক্যামেরার সামনে আসেন না। তবে যখনই আসেন, তখনই একের পর এক গোল দেন। বলছি সইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের কথা। যদিও ইব্রাহিম এখনও বলিউডে আত্মপ্রকাশ করেননি। তবু তিনি ভক্ত এবং ফোটোগ্রাফারদের মধ্যে বেশ জনপ্রিয়।
সম্প্রতি, অভিনেতা এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছেন। হঠাৎই কিছু ভিক্ষুক তাঁর গাড়ি ফলো করতে শুরু করেন। তারপর গাড়ি দাঁড় করিয়ে টাকা (ভিক্ষা) চান। কিন্তু, সেই সময় তাঁর কাছে কোনও নগদ টাকা ছিল না। আর এই মুহূর্তই নজর কেড়েছে সকলের।
ভিডিওতে দেখা যায়, প্রথমে তাঁরা ইব্রাহিম আলী খানকে ‘জয় শ্রী রাম’ বলে শুভেচ্ছা জানান। তারপর একজন ইব্রাহিমকে বললেন, ‘পাঁচ টাকায় কী হবে স্যার?’ ইব্রাহিমের উত্তর, ‘জানি হবে না, তবে হওয়া তো অবশ্যই উচিত।’ পাশ থেকে একজন ফোটোগ্রাফারকে বলতে শোনা যায়, ‘তোমার বাবা খুব বড় মনের।’ তৎক্ষণাৎ ইব্রাহিমের উত্তর, ‘আরে তাহলে আমার বাবাকে ফোন করো।’
তবে সাইফ-পুত্র সৌজন্য দেখাতেও ভোলেননি। ভিক্ষারত এক মহিলার সঙ্গে হাত মিলিয়ে বলেন, ‘অনেক ভালোবাসা ম্যাডাম। অনেক ভালোবাসা।’ এই বলেই সেখান থেকে চলে যান ইব্রাহিম আলী খান। সঙ্গে সঙ্গে এক ফোটোগ্রাফার বলেন, ‘ভাইয়ের কাছে অনলাইন আছে অনলাইন।’
ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা ছেলের সঙ্গে সইফের তুলনা করেছেন। এক ব্যক্তি বলেছেন, এখন একেবারে সইফের মতো শোনাচ্ছে ইব্রাহিমের কণ্ঠ। এক ভক্ত লিখেছেন, ‘সত্যিই তিনি ভীষণই ডাউন টু আর্থ।’
আপনার মতামত লিখুন :