ঢাকা সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

‘প্রবাসীর স্ত্রী’ নাটকের দর্শক সাড়ায় সন্তুষ্ট সংশ্লিষ্টরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৩:৫২ পিএম

‘প্রবাসীর স্ত্রী’ নাটকের দর্শক সাড়ায় সন্তুষ্ট সংশ্লিষ্টরা

ছবি: রূপালী বাংলাদেশ

বাস্তবধর্মী গল্পে জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ও রুশো শেখকে জুটি করে সম্প্রতি দর্শকপ্রিয় নির্মাতা জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছেন একক নাটক ‘প্রবাসীর স্ত্রী’। স্কাই ভিউ ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্তর পর দর্শকরা লুফে নেয়। সম্প্রতি নাটকটি পাঁচ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। যদিও নাটকটি একবার আপলোড দেওয়ার পর সরিয়ে নিতে হয়, পরবর্তীতে ইউটিউবে আপলোড হওয়ার পর এই ভিউ অতিক্রম করে।

শনিবার (১৯ অক্টোবর)  ‘প্রবাসীর স্ত্রী’ নাটকের সাকসেস পার্টির আয়োজন করেন এর পরিচালক। এসময় তিনি বলেন, ‘একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে। এই নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে। অহনা’সহ সবাই নাটকটিতে অসাধারণ অভিনয় করেছেন। এই নাটকের উদ্দেশ্য ছিল সচেতনতা তৈরি করা। আমি সব সময় ভিন্ন ঘরানার নাটক নির্মাণের চেষ্টা করি। এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

‘প্রবাসীর স্ত্রী’ নাটকের বিষয়ে অহনা বলেন, ‘প্রবাসীর স্ত্রী একটি সত্য গল্প অবলম্বনে নির্মাণ করা। গল্পটি আমাদের প্রত্যেকের চেনা। এ নাটকটি ৫ মিলিয়ন দেখেছে কিন্তু রি-আপলোডের আগের ও পরের হিসাব ধরলে প্রকৃত অর্থে কোটির ওপরে এই নাটকটি মানুষ দেখেছেন। বন্যার সময় নাটকটি আপলোড করা হয়েছে, আমরা কেউ শেয়ার দেইনি তারপরও মানুষ দেখেছেন। তাদের এই ভালোবাসায় আমি অনেক খুশি।’

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!