ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

খাঁচায় বন্দি শবনম বুবলী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৯:৪৩ এএম

খাঁচায় বন্দি শবনম বুবলী

ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই এক নতুন চমক নিয়ে হাজির হলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘পিনিক’-এর প্রথম পোস্টার।

শনিবার (১৮ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে এই পোস্টার শেয়ার করেছেন বুবলী। পোস্টারে তাকে ভিন্ন এক লুকে দেখা গেছে। স্কার্ফ দিয়ে মাথা আবৃত, চোখে রোদ চশমা, এবং মুখমণ্ডল খাঁচার ভেতরে বন্দি। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে ঢাকা, যা রহস্যময় একটি পরিবেশ সৃষ্টি করেছে।

‘পিনিক’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় সিনেমাটির শুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।

Movie : PINIK ( পিনিক ) Directed by Jahid Jewel Produced by Ashraf Kitu

Posted by Bubly on Saturday, January 18, 2025

এছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন- আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু সহ অন্যান্য তারকারা।

সিনেমাটি প্রযোজনা করছে- ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট, সহপ্রযোজক হিসেবে আছেন অভিনয়শিল্পী শিমুল খান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরবি/এফআই

Link copied!