শেখ হাসিনা সরকার পতনের পর বেরিয়ে আসছে একের পর এক থলের বিড়াল। ‘আলো আসবেই’ নামক গ্রুপের পর আরও এক ভয়ঙ্কর তথ্য দেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। এবার মুখ খুললেন অভিনেত্রী শবনম ফারিয়াও। কথা বলেছেন বিগত সরকারের সময় বৈষম্য নিয়ে।
নিজের পাওয়া একটি অ্যাওয়ার্ড অন্যকে দিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন এই অভিনেত্রী। শোবিজেও সেসময় শবনম ফারিয়ার নাম শোনা যাচ্ছিল। কিন্তু হুট করেই নামটা পরিবর্তন হয়ে যায়। বিষয়টি ‘দেবী’ চলচ্চিত্রের এই অভিনেত্রীর মনে বেশ রেখাপাত করে গেছে, আঘাতও পেয়েছেন। বিষয়টি নিয়ে মুখ খুললেন।
নিজের ফেসবুক হ্যান্ডেলে ফারিয়া বলেন, ‘কত ক্ষমতা, কত বড় বড় কথা একেকজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি, পরদিন গেজেটে দেখি কোনও এক বিশেষ দলের এক সদস্যের নাম।’
প্রকৃতির বিচারের ওপর আস্থা রাখা এই অভিনেত্রী বলেন, ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই, কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে। আশা করি, এখন থেকে শুধু মাত্র যোগ্যতা আর দক্ষতা দিয়েই ন্যাশনাল অ্যাওয়ার্ড দেয়া হবে, চাটুকরিতার জন্য না।’
তবে বিশেষ দলের সদস্যের নাম জানা যায়নি। সিনেমায় ফারিয়া ছাড়াও আরও অভিনয় করেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অনিমেষ আইচ, ইরেশ যাকের, নূরে আলম নয়ন প্রমুখ।
আপনার মতামত লিখুন :