ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

ব্লকবাস্টার সিনেমায় নিজেকে বাদ দিয়ে সালমানকে নিতে বলেন শাহরুখ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৪:০২ পিএম

ব্লকবাস্টার সিনেমায় নিজেকে বাদ দিয়ে সালমানকে নিতে বলেন শাহরুখ

ছবি: সংগৃহীত

বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘কাল হো না হো’। শাহরুখ-প্রীতি জুটির এই ছবি মুক্তি পেয়েছিলো ২০০৩ সালে। সে সময়েই বক্স অফিসে প্রায় ৮২ কোটি টাকার ব্যবসা করেছিল সিনেমাটি।

‘কাল হো না হো’র পরিচালক ছিলেন নিখিল আদভানি। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে এই সিনেমা প্রসঙ্গে অজানা কিছু তথ্য জানিয়েছেন তিনি।

যেখানে নিখিল জানান, মাত্র চারদিন সিনেমার শুটিংয়ের পর পিঠে ব্যথা অনুভব করেন শাহরুখ এবং অসুস্থ হয়ে পড়েন। যে কারণে ছবিটি থেকে বের হয়ে যেতে চান তিনি। পরিবর্তে সালমান খানকে নেওয়ার অনুরোধ জানান নায়ক।

পরিচালক বলেন, ‘শাহরুখ তখন বলেছিল, আমাকে সিনেমা থেকে বাদ দিন। আমি সালমানকে ফোন করে দিচ্ছি। ওকে নিয়ে কাজ শুরু করুন।’

কিন্তু নিখিল আদভানি তাতে রাজি হননি। এরমধ্যে দ্রুত অস্ত্রোপচারের জন্য জার্মানি যেতে হয় শাহরুখকে। ৬ মাসের দীর্ঘ চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসেন। এরপর আবারও শুরু হয় সিনেমার শুটিং।

পরিচালক আরও জানান, শাহরুখের চাপ ছিল কারণ ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘কাভি খুশি কাভি গাম’ এত ভালো করেছে। যদি পরবর্তী সিনেমা ভালো না করে তবে সমস্ত দোষ নিখিল আদভানির ওপর পড়তো। তাই চাপ ছিল বেশ। তবে তারা সেটা উতরে গিয়েছিলেন ভালোভাবেই।

শাহরুখ বাদেও এই সিনেমায় আরও অভিনয় করেছিলেন সাইফ আলি খান। সমালোচক ও বাণিজ্যিকভাবে প্রশংসিত হয়ে সেই বছরের সর্বোচ্চ আয়করা সিনেমা হয়ে ওঠে। এটি এখন পর্যন্ত ক্ল্যাসিক সিনেমাগুলোর একটি।

এই সিনেমায় মূলত তিন বন্ধুর মধ্যে ত্রিকোণ প্রেমের গল্প উঠে এসেছে একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধা এবং ত্যাগের ওপর ভিত্তি করে। শাহরুখের চিরাচরিত রসবোধ মিশ্রিত অভিনয় সব অভিনেতাকে ছাপিয়ে সিনেমাপ্রেমীদের মনে গেঁথে আছে আজও। 

আরবি/এফআই

Link copied!