ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নকলের পর এবার শাকিব খানের পোস্টারে বানান ভুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৪:৪৭ পিএম

নকলের পর এবার শাকিব খানের পোস্টারে বানান ভুল

শাকিব খান। ছবি: সংগৃহীত

১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিব খানের ‘দরদ’। নির্মাতা অনন্য মামুন সিনেমার প্রচার নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেও দেখা যায়নি তার প্রতিফলন। এ নিয়ে সৃষ্টি হয় সমালোচনার। সিনেমা মুক্তি নিয়েও শঙ্কা প্রকাশ করছিলেন কেউ কেউ। অবশেষে প্রকাশ পেল ‘দরদ’র গান ও ট্রেলার।

দুই দিন আগে সিনেমাটির ট্রেলার মুক্তি পেলেও দুই দিন পর এসে শাকিব খান নিজের ফেসবুক পাতায় পোস্টার শেয়ার করেছেন। প্রকাশিত পোস্টারে ট্রেলার বানানে ভুল দেখা যায়। ইংরেজিতে ট্রেলার (Trailer)-এর পরিবর্তনে লেখা রয়েছে ট্রায়াল (Trialer)। এ নিয়ে নেটিজনেরা কটাক্ষ করছেন।

এর আগে প্রকাশিত পোস্টার নকলের অভিযোগ উঠে। নেটিজেনদের ভাষ্য, ২০১৪ সালে মুক্তি পাওয়া জুয়ানফার আন্দ্রেস ও এস্তেবান রোয়েল পরিচালিত স্প্যানিশ হরর থ্রিলার ‌‘মুসারানাস’ থেকে হুবহু নকল করা হয়েছে দরদ’র পোস্টারটি। নকলের অভিযোগ উঠলে পরিচালক দাবি করেন ফ্যানমেড পোস্টার।

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’ তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়েও রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ।

এই সিনেমা দিয়েই চার বছর পর ঈদ উৎসব ছাড়া মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে চার শতাধিক হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে বলে জানান নির্মাতা।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!