চিত্রতারকা শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছিল ২০ অক্টোবর। মুম্বাইতে সিনেমাটির বেশির ভাগ শুটিং সম্পন্ন হয়েছে। তবে ‘বরবাদ’ সংশ্লিষ্ট কেউ সিনেমার কোনো দৃশ্য বা শিল্পীদের লুক যেন ফাঁস না হয় এ জন্য শুরু থেকেই কঠোর গোপনীয়তা রক্ষা করেন। এ কারণে ‘বরবাদ’ নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে!
৭০ শতাংশ শুটিং শেষ হওয়ার পর এবার সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় ‘বরবাদ’র ফার্স্টলুক প্রকাশ করলেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের ‘বরবাদ’ লুক প্রকাশ করবেন। যেখানে দেখা যায়, রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির ওপরে বসে আছেন শাকিব। তর্জনী মুখের কাছে এনে বলেন, ‘সাইলেন্স’।
এর আগে নাটক বানালেও এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন হৃদয়। তিনি জানান, প্রথম সিনেমা হওয়ায় তার উচ্ছ্বাস-উদ্দীপনার কমতি ছিল না।
রিয়েল এনার্জি প্রডাকশনের প্রযোজনায় ‘বরবাদ’ হতে যাচ্ছে ভায়োলেন্স অ্যাকশন ধাঁচের সিনেমা। শাকিব খান ছাড়াও এতে অভিনয় আছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ দুই বাংলার নামী শিল্পীরা।
জানা যায়, সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। ২০২৫ সালের রোজার ঈদে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে হাই ভোল্টেজ সিনেমা ‘বরবাদ’।
আপনার মতামত লিখুন :