শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৬:৪৩ পিএম

শেখ সাদীর ‘কুফা’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৬:৪৩ পিএম

শেখ সাদীর ‘কুফা’

চলতি প্রজন্মের আলোচিত ও শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী। তার বেশকিছু মৌলিক গান এরই মধ্যে দর্শকমহলে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আর এখন শেখ সাদীর নতুন গান মানেই শ্রোতা-দর্শকের মাঝে বিশেষত এই প্রজন্মের গানপ্রেমীদের কাছে ভালো লাগার মতো গান। 

শেখ সাদীর কণ্ঠে প্রকাশিত সর্বশেষ মৌলিক গান ছিল ‘একশোতে ১০০’। গায়কের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটি এরই মধ্যে ৪৩ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন মাত্র তিন মাসেই। এই গানের কথা ও সুর শেখ সাদীর নিজেরই।

সম্প্রতি নতুন গান নিয়ে এসেছেন এই গায়ক। শিরোনাম ‘কুফা’। এই গানটিও গায়কের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এর কথা লিখেছেন শেখ সাদী, রিদিমস্টা, লুনাটিক্স ভিয়ার। এ তিনজনই গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন। 

মিউজিক প্রোডাকশন করেছেন তানভীর আহমেদ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন টিম সাদী। গানটি ইউটিউবে প্রকাশের পর শ্রোতা-দর্শকেরা আগ্রহ নিয়ে উপভোগ করছেন।

নতুন গান নিয়ে শেখ সাদী বলেন, ‘কিছুদিন আগে আমার কণ্ঠে প্রকাশিত হয় একশোতে ১০০ গানটি। প্রকাশের শুরু থেকে এখন পর্যন্ত অবিস্মরণীয় সাড়া পাচ্ছি। তবে কুফা গানটি মাত্র প্রকাশিত হয়েছে, আরো দুই তিন দিন যাক, তখন বুঝতে পারব এই গানের প্রতি শ্রোতা-দর্শকের আগ্রহ কেমন। তবে আমি আশাবাদী।’

শেখ সাদীর নতুন গানের জন্য শুভ কামনা জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে এই গায়কের নতুন গানের পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী। আত্মবিশ্বাসের সঙ্গে বলেও দিয়েছেন, সাদীর গাওয়া ‘কুফা’ গান বিস্ফোরণ হবে।

শেখ সাদী’র প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল ‘ললনা’। প্রথম গান দিয়েই বাজিমাত করেন এই গায়ক। ২০১৮ সালের ১৫ নভেম্বর প্রকাশিত এই গান এখন পর্যন্ত ১৫ কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন শেখ সাদী নিজেই।
 

রূপালী বাংলাদেশ

Link copied!