ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

প্রবাসীদের নিয়ে শিমুল হাসানের নতুন গান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১২:৩২ পিএম

প্রবাসীদের নিয়ে শিমুল হাসানের নতুন গান

ছবি: সংগৃহীত

এ প্রজন্মের লোকসংগীত শিল্পী বাউল শিমুল হাসান। নতুন বছরে নতুন গান নিয়ে হাজির তিনি। গানের শিরোনাম ‘প্রবাস জীবন সুখের নয়’। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের উৎসর্গ করে বছরের প্রথমদিনই মুক্তি পাচ্ছে তার কণ্ঠে নতুন এই মিউজিক ভিডিও। যৌথভাবে এই গানের কথা লিখেছেন এবং সুর করেছেন শিমুল হাসান ও মল্লিক রাসেল। গানের মিউজিক করেছেন মুন্সি জুয়েল। ভিডিও পরিচালনা করেছেন ফিরোজ সরকার। ক্যামেরা ও সম্পাদনায় এইচ এম হাসনাইন।

নতুন বছর উপলক্ষে বছরের প্রথম দিন সন্ধ্যায় শিমুল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে ‘প্রবাস জীবন সুখের নয়’ শিরোনামের নতুন এই গানটি।

নতুন গান এবং নতুন বছরের পরিকল্পনা নিয়ে গায়ক শিমুল হাসান বলেন, ‘সকল রেমিট্যান্স যোদ্ধাদের লাল সালাম। তাদের জন্যই আমার এই নতুন উপহার। আশা করি, বরাবরের মতোই এই গানটিও সকলের ভালো লাগবে। ইচ্ছে আছে গত বছরের চেয়ে এ বছর আরও ভালো ভালো গান উপহার দেওয়ার। সবসময় যারা ভালোবেসে আমার গানগুলোকে মনের গভীরে স্থান দিয়ে যাচ্ছেন, সেই সকল প্রিয় মানুষদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, এভাবেই সবসময় আমাকে মনের মণিকোঠায় রাখবেন।’

গত বছরটা সফলতার সঙ্গে কেটেছে কণ্ঠশিল্পী শিমুল হাসানের। ইউটিউব ট্রেন্ডিং-এ নিয়মিত জায়গা করে নেয়া সহ হিট হয়েছে তার একাধিক গান। এর মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো ‘ভাইঙ্গা দিয়া আমার অন্তর’, ‘ভালবাসার ধরন ভালা না’, ‘শিকল বেরি- ১,২,৩’, ‘আমি এক দুঃখের সওদাগর’, ‘যৌবনের এমবি’, ‘তোমার নেশায় পাগল আমি’সহ আরও একাধিক গান।

শিমুল হাসান মূলত গ্রাম বাংলার চিরাচরিত সেই বাউল ফোক ঘরানার গান গাইতেই বেশি পছন্দ করেন। যে কারণে তার বেশিরভাগ গানগুলোই গ্রাম-গঞ্জে দর্শকপ্রিয়তা পেয়েছে। অডিও রেকর্ড আর মিউজিক ভিডিও নির্মাণের পাশাপাশি নিয়মিত স্টেজ শো নিয়েও দারুণ ব্যস্ত সময় পার করছেন হালের এই তরুণ লোকসংগীত শিল্পী।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!