ঢাকাই সিনেমার নবাগত নায়ক শিশির সরদার। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে নাম লেখিয়েছেন শোবিজে। নিজেকে দক্ষ অভিনেতা হিসেবে তৈরি করতে নানা কৌশল রপ্ত করছেন তিনি। নিজেকে প্রমাণ করতে এরই মধ্যে বেশকিছু নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন শিশির। আজ চলচ্চিত্রে অভিষেক হচ্ছে এই নায়কের। সিনেমার নাম ‘মধ্যবিত্ত’। তানভীর হাসান পরিচালিত সিনেমাটি দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
বর্তমান বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না, সুখ-দুঃখের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে জানিয়ে শিশির দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘অবশেষে সকল প্রতীক্ষার অবসান। সিনেমাটির মাধ্যমে আমার বড় পর্দায় অভিষেক হচ্ছে। আমি চেষ্টা করেছি প্রথম সিনেমাটিতে নিজেরা সেরাটা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করছি, সকল শ্রেণির দর্শকদের সিনেমাটি ভালো লাগবে।’
সিনেমাটিতে শিশিরের অভিনীত চরিত্রের নাম ‘আবির’। এ প্রসঙ্গে বলেন, ‘আমি নিজেও একজন মধ্যবিত্ত। ২০০৯ সালে বাসা থেকে এক কাপড়ে বের হই। নিজের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিই।একদিকে পড়াশোনা করতাম, আবার চাকরি করতাম। কম্পিউটারে কাজ করতাম, আবার শুটিংয়ে দৌঁড়াতাম। এভাবেই অভিনয়ের শুরু।’
এদিকে, শিশির অভিনীত মুক্তির অপেক্ষায় আছে অপূর্ব রানা পরিচালিত সিনেমা ‘জলরঙ’। চলতি বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শিগগিরই শিশির সরদার শুটিং শুরু করবেন ‘মৃত্যু ১৯’ সিনেমার। তানভীর হাসান পরিচালিত সিনেমাটিতে এই নায়কের বিপরীতে আছেন রাজ রিপা।
‘মৃত্যু ১৯’ নিয়ে শিশির বলেন, ‘এটি অনেক বড় বাজেটের একটি সিনেমা। প্রতিযোগিতার সময়ে সিনেমাটি যদি সেই পর্যায়ের না হয়, তাহলে আমাদের কষ্ট বৃথা যাবে। তাই আমরা সেভাবেই পরিকল্পনা করছি যাতে ৮-১০টি সিনেমার সঙ্গে টক্কর দেওয়া যায়। আমাদের সিনেমার সবচেয়ে শক্ত বিষয় হচ্ছে এর গল্প একদম মৌলিক। এটি কোনো গল্প থেকে রিমেক করা নয়, কোনো গল্প থেকে ইন্সপায়ার্ড নয়। কোনো গল্পকে কপি করা হয়নি। আমাদের গল্পটা ইউনিক। সিনেমাটি আমাদের একটি বড় স্বপ্ন। আশা করি, ভালো কিছু হবে।’
আপনার মতামত লিখুন :