২০২৪ সালের সূর্য পাটে যেতে বসেছে। বলতে গেলে রাত পোহালে উদিত হবে নতুন বছরের সূর্য। আলোকোজ্জ্বল নতুন বছর যেমন ধরণীকে আলোকিত করবে, তেমনি আমাদের জীবন। অতীত চর্চা ভবিষ্যতের জন্য অনিবার্য! ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ২০২৪-এর চুলচেরা বিশ্লেষণ আপাতত চলছে, সঙ্গে মন ভালো করার ওষুধ বিনোদনেরও। মনোরঞ্জন বা বিনোদনের বাহ্যিক কোন অবস্থান না থাকলেও এর প্রভাব নিঃসন্দেহে প্রতিটি মানুষের কাছে ব্যাপক!
বিনোদন দুনিয়ার হাজারটা ঘটনার সাক্ষী হয়ে মহাকালের গর্ভে নিদ্রাযাপন করছে ২০২৪ সাল তেমনি অপেক্ষায় ২০২৫ ও! সত্যিকথা বলতে কি ব্যক্তি জীবন থেকে শুরু করে সামষ্টিক কিংবা রাষ্ট্রের কাছে নতুন বছর মানে ইতিবাচক প্রত্যাশার অভিষেক। এমনি শুভ চিন্তা নিয়ে শুরু হয়েছিল ২০২৪ সাল। বছর শেষে স্মৃতির মণিকোঠায় কতটা সোনালি ফসল আমরা তুলে রাখতে পেরেছি, তারই একটা ভাঁজখোলা খাতা আমরা আনন্দ আড্ডার পাঠদের কাছে তুলে ধরছি।
চলতি বছর শোবিজে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে দুই ভাগে বিভক্ত হয়েছে দেশের শিল্পীসমাজ। কোটা সংস্কার আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পক্ষে বৃষ্টি উপেক্ষা করে রাজপথে মেনেছিলেন অভিনেতা ও নাট্যজন মামুনুর রশীদ, সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ, মোশাররফ করিম, সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, মিথিলা, অর্ষা, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, রুকাইয়া জাহান চমক, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরী, পিপলু আর খান, আশফাক নিপুণসহ অনেকে। তারা কথা বলেছেন ছাত্রদের হয়ে।
অন্যদিকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশ টেলিভিশনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে যান আরেকদল শিল্পী। সেই দলে ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ আক্তার, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সুইটি, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, সাজু খাদেম, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকে। তারা আলোচিত ‘আলো আসবেই’ নামের গ্রুপ খুলে বিগত সরকারের পক্ষ নিয়ে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে বেশ সমালোচিত হয়েছেন। কেউ কেউ আত্মগোপনে আছেন। আবার অনেকে হত্যা মামলার আসামী হয়েছেন।
বছরের মাঝামাঝি সময় রাশিদ পলাশ নামের এক চলচ্চিত্র পরিচালককে ভরা বৈঠকে থাপ্পড় মেরে আলোচনায় আসেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। যা নিয়ে প্রায় দুই সপ্তাহ উত্তাল ছিল বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। গত মেয়াদের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে গেরে গিয়ে শেখ হাসিনার দোসর শেখ সেলিমের প্রভাব খাটিয়ে অবৈধভাবে চেয়ার দখল করে দুই বছর দায়িত্ব পালন করার পর চলতি বছরের মাঝামাঝি সময় একই পদে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে গিয়ে মেনে নেওয়ার এক সপ্তাহ পর মামলা করেন সমালোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার। তারই পরিপ্রেক্ষিতে নিপুণের বিরুদ্ধে এফডিসিতে সাধারণ শিল্পীরা ঝাড়ু মিছিল করে। তবে পটপরিবর্তনের পর শেখ সেলিমের সঙ্গে বেরিয়ে আসে এই নায়িকার অবৈধ প্রেমের সম্পর্কের কথা। যা বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বর্তমানে নিপুণ পালিয়ে বেড়াচ্ছেন।
সাত দশকেরও বেশি সময় ধরে আলোচিত-সমালোচিত ‘সেন্সর বোর্ড’ প্রথা ভেঙে ‘সার্টিফিকেশন বোর্ড’ সৃষ্টি হয়েছে বছরের শেষপ্রান্তে এসে। চলচ্চিত্র নির্মাতাদের কাছে আতঙ্কের নাম ছিল সেন্সর বোর্ড। পরিচালকদের দীর্ঘদিনের দাবি ছিল নাম পরিবর্তনের। পটপরিবর্তনের মধ্যে দিয়ে ভেঙেছে সেন্সর বোর্ড প্রথা।
মাঝপথে নাটক বন্ধ, বিজয়ের উৎসব ও শিল্পকলার একাডেমির হলের নামপরিবর্তন, নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় সমালোচিত হয়েছে শিল্পকলা একাডেমি। চলতি বছর ভালোই শুরু করেছিলেন অভিনয়শিল্পী তানিজন তিশা, মুমতাহিনা টয়া ও সাফা কবির। বছরের শেষ দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে এই তিন অভিনেত্রীর বিরুদ্ধে। তাদের মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)।
৫ আগস্টের পর বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্র্বতী সরকার। এরই মধ্যে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়। শেখ হাসিনাকে মা ডেকে চিঠি লিখে প্লট চেয়ে সমালোচিত হয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম হয়।
নাটকের অভিনেত্রী সাদিয়া আয়মান এ বছরই তিনটি বিতর্কিত কাণ্ড ঘটিয়ে বেশ সমালোচনার জন্ম দেন। এক সাংবাদিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পাশাপাশি প্রেম সংক্রান্ত বিষয়েও সমালোচিত হন এ অভিনেত্রী। এ ছাড়া তার একটি ওয়েব ফিল্মের প্রমোশনের জন্য লাইভে এসে বিভ্রান্তি ছড়িয়েও নেটিজেনদের চক্ষুশূলে পরিণত হয়েছেন। পরে ক্ষমাও চান তিনি।
আপনার মতামত লিখুন :