ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সোহেল-ফারিনের প্রেমে বাঁধা!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৪:৪৯ পিএম

সোহেল-ফারিনের প্রেমে বাঁধা!

ছবি: সংগৃহীত

সোহান (সোহেল মন্ডল) ঢাকায় ইলেট্রিকের কাজ করে। সেই সূত্রে মোহানার (ফারিন) বাসায় ইলেট্রিক কাজ করতে যায়। সোহানের দোকানের পাশেই একটি বস্তিতে মোহানার বাসা। তবে সোহানের ভুলের কারণে মোহানাকে কারেন্ট শর্ট করে। এটির জন্য সোহান বেশ অনুশোচনায় পড়ে। এরপর প্রায় সময় সোহান নিজ থেকেই মোহানাদের বাসায় ইলেকট্রিক চেক করে আসে।

এক সময় তারা দুজন গভীর প্রেমেও জড়িয়ে পড়ে। তবে তাদের প্রেমে বাঁধা হয়ে দাঁড়ায় প্রভাবশালী ব্যক্তি আজগর আলী। সে মোহনাকে বিয়ে করতে চায়। কিন্তু শেষ পর্যন্ত সোহান কি পারবে মোহনাকে ধরে রাখতে? এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সুইচ’। ফারিন খান ও সোহেল মন্ডল ছাড়া এতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, বাশার বাপ্পি, মিনহাজ সুপ্রিয়।

নাটকটির গল্প ও পরিচালনায় আতিফ আসলাম বাবলু। এটি রচনা করেছেন সাইফুর রহমান কাজল। বারফি ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত হয়েছে।

নাটকটি নিয়ে নির্মাতা আতিফ আসলাম বাবলু বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি দর্শকদের নতুন কিছু দেবার জন্য। এ নাটকের গল্পে দর্শক গতানুগতিক কিছু পাবে না। আশা করছি, দর্শকের এটি ভালো লাগবে।’

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!