ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

সৌরভ গাঙ্গুলির সঙ্গে প্রেম, অকালেই ক্যারিয়ার শেষ সুপারহিট অভিনেত্রীর

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৩:২৮ পিএম

সৌরভ গাঙ্গুলির সঙ্গে প্রেম, অকালেই ক্যারিয়ার শেষ সুপারহিট অভিনেত্রীর

ছবি: রূপালী বাংলাদেশ

বলিউডের অনেক অভিনেত্রী আছেন যাদের রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফ নিয়ে সকলের আগ্রহ রয়েছে৷ বিশেষত তাঁদের গোপন প্রেমের চর্চা আজও তুঙ্গে৷ নব্বইয়ের দশকের জনপ্রিয় এক অভিনেত্রী রয়েছেন সেই তালিকায়৷

শাহরুখ খান থেকে শুরু করে অজয় ​​দেবগন এবং অক্ষয় কুমার, ৯০ দশকে প্রতিটি তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। একটা সময় তিনি লক্ষ লক্ষ পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেমন। সলমন খান থেকে অজয় ​​দেবগন এবং রজনীকান্ত পর্যন্ত অনেক সুপারস্টারের সঙ্গে পর্দায় রোম্যান্স করেছেন। কিন্তু এক সময় অভিনয় ছেড়ে রাজনীতির জগতে যোগ দেন এই অভিনেত্রী।

বলিউড, দক্ষিণ এবং ভোজপুরি সিনেমায় ৮১টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তার অভিনয় প্রতিভার ভিত্তিতে তিনি সর্বত্র তাঁর প্রভাব প্রতিষ্ঠা করেন। তবে তাঁর কেরিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবনের জন্য বেশি শিরোনামে থাকেন। তিনি হলেন ৯০ দশকের সুপারহিট অভিনেত্রী নাগমা৷

নাগমা তাঁর চলচ্চিত্র কেরিয়ারে তিনজন বিবাহিত নায়কের সঙ্গে প্রেমের জন্যও সংবাদের শিরনাম হয়েছিলেন। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে তাঁর নাম এতটাই জড়িয়ে ছিল যে, তাঁর প্রেমের গল্প তখন সবার মুখে মুখে ছিল কিন্তু অভিনয় জগতের এতো মানুষের সঙ্গে যুক্ত হওয়ার পরেও নাগমা বিয়ে করেননি৷ আজও ৪৯ বছর বয়সে নাগমা একাকী জীবন কাটাচ্ছেন।

নাগমা সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির সঙ্গে ‘প্রেমের সম্পর্কের’ জন্য শিরোনাম হয়েছেন। সাবেক এই ক্রিকেটারের বিয়ের দুই বছর পর ১৯৯৯ বিশ্বকাপের সময় তাদের দেখা হয়। একাধিক প্রতিবেদন অনুসারে, চেন্নাইয়ের অদূরে একটি মন্দিরে তাদের দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর তাদের সম্পর্ক নিয়ে মিডিয়ায় অনেক কথাবার্তা হয়। তবে ক্রিকেটার গাঙ্গুলির স্ত্রী তাদের সম্পর্কের কথা জানার পর তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়।

সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিচ্ছেদের পর নাগমা ব্যস্ত হয়ে পড়েন দক্ষিণী সিনেমায়। এ সময় তিনি অভিনেতা শরৎ কুমারের প্রেমে পড়েছিলেন বলে জানা গেছে। ওই অভিনেতা বিবাহিতও ছিলেন, তাই তাদের সম্পর্কও শিরোনাম হয়েছিল। বলা হয় যে, শরতের স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন, তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই নাগমা শরতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। শুধু তাই নয়, সিনেমায় একসঙ্গে কাজ করার সময় রবি কিষানের সঙ্গেও তার নাম যুক্ত ছিল।

দীর্ঘদিন গ্ল্যামার দুনিয়ায় রাজত্ব করার পর হঠাৎ করেই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানান এই অভিনেত্রী। ২০০৪ সালে এই অভিনেত্রী ভারতীতের রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসে যোগ দেন। বর্তমানে তিনি পার্টির একজন সদস্য এবং প্রায়ই রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায় তাকে। নাগমা তার শৈশব অতিবাহিত করেছেন রাজপরিবারে।

মাত্র ১৬ বছর বয়সে সলমন খানের সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি। নাগমা ১৯৯০ সালে ‍‍`বাঘি: অ্যা রেবেল ফর লাভ‍‍` ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। অভিষেক চলচ্চিত্রের পর তিনি চলচ্চিত্রে প্রচুর কাজ পান। আত্মপ্রকাশের পর, তিনি ‍‍`ধর্মাত্ম‍‍`, ‍‍`খুনি‍‍`, ‍‍`পুলিশ‍‍` এবং ‍‍`মুজরিম‍‍`, ‍‍`ইয়ালগার‍‍`, ‍‍`অশ্বমেধাম‍‍`-এর মতো ছবিতে তাঁর অভিনয় দক্ষতা ছড়িয়ে দেন।

হিন্দি ছবিতে কাজ করার পর দক্ষিণেও হাত চেষ্টা করেছেন। এর পরে, তিনি তার ব্যক্তিগত জীবনের জন্যও শিরোনামে ছিলেন। একাধিক সম্পর্কে জড়ানোর পর থেকেই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী৷ তাঁর ডেটিংয়ের গুঞ্জন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল টিনসেল টাউনে৷

এরপর আচমকাই কেরিয়ারে ইতি টেনে রাজনীতির পথ বেছে নেন তিনি। নাগমা এখন কংগ্রেস পার্টির সদস্য। এমনকি ৪৯ বছর বয়সেও তিনি সিঙ্গল জীবনযাপন করছেন। কিন্তু কেন? তা জানা যায়নি৷

আরবি/এইচএম

Link copied!