সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান তারকাদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০১:৪৮ পিএম

বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান তারকাদের

ছবি: সংগৃহীত

বাড়ছে পানি, ডুবছে মানুষ। বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভারি বর্ষণ ও উজান থেকে আসা ঢলের পানিতে দেশের আট জেলা বন্যাকবলিত হয়েছে। এই জেলাগুলোর প্রায় সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে সড়কে ভাঙন ও পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো কোনো জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বন্যা কবলিত একটি শিশুর ছবি। ছড়িয়ে পড়া নিষ্পাপ শিশুটির ছবি ঘুম কেড়ে নিয়েছে সাধারন মানুষ থেকে শোবিজ অঙ্গনের তারকাদেরও। সামাজিক মাধ্যমে নিজেদের কষ্টের অনুভূতি শেয়ার করেছেন তারকারা।

ছবিটি নিজের ফেসবুকে প্রকাশ করে পরীমণি লেখেন, ‘আল্লাহ! কী করব আমি! বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাব!’ বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে নায়িকা লেখেন, ‘আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন। আমি যাব। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো ইনশাআল্লাহ।’

চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি লেখেন, ‘চোখের পানি ধরে রাখতে পারছি না। ইয়া আল্লাহ আপনার সাহায্য অনেক বেশি প্রয়োজন, আমাদেরকে বিপদমুক্ত করুন, রহম করুন, আমিন।’

অস্ট্রেলিয়ায় বসে দেশের দুরবস্থায় ব্যথিত সুপারস্টার শাবনূর। শিশুটির ছবি প্রকাশ করে লেখেন, ‘আল্লাহ, দেশের মানুষগুলোকে রক্ষা করো!’ অবুঝ ওই শিশুর ছবি প্রকাশ করে পূজা চেরি সরাসরি স্রষ্টার উদ্দেশে প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন, ‘এই অবুঝ চাহনি। হে ঈশ্বর তুমি কি দেখছ না?’

চিত্রনায়ক জায়েদ খানের ভেতরও হু হু করে উঠেছে নিষ্পাপ শিশুটির মুখ দেখে। তিনি লেখেন, ‘কোনোভাবেই সহ্য করার মতো না। এটা দেখার পর মানুষ কীভাবে থাকে। বুকের ভেতরটা কাঁদছে যতবার দেখছি। আল্লাহ আপনি এই মাছুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে সকল বন্যাবাসী মানুষদের হেফাজত করেন।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস এক স্ট্যাটাসে লেখেন, ‘ফেনী, নোয়াখালী, কুমিল্লার জন্য দোয়া করুন।’ সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা লেখেন, ‘কুমিল্লা, ফেনী, নোয়াখালীর বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। পানি বন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সবাই যে যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করুন প্লিজ। সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইল। প্রতিটি ওয়ার্ডে তরুণ, যুবকরা মিলে টিম গঠন করে মানুষকে সহযোগিতা করা অতি জরুরি হয়ে গেছে, অনুরোধ করব সবাই এগিয়ে আসুন, বন্যায় কবলিত মানুষের পাশে থাকুন।’

অভিনেতা আরশ খান লেখেন, ‘যে যার সাধ্যমতো বন্যা কবলিত অঞ্চলের মানুষদের পাশে দাঁড়াই। সবাই মিলে এক হলে এমন বিপদ মোকাবিলা করা সহজ হবে। আল্লাহ সহায় হন। সামর্থ্য যদি ১০০ টাকা থাকে ওটা নিয়েই আগাই লজ্জার কিছু নাই।’

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা। সেই আটাশির বন্যা থেকে দেখে আসছি। বিপদে আমরা একে অন্যের পাশেই থাকি। জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখিয়েছি। লেটস ডু ইট অ্যাগেইন। লেটস ফোকাস অন ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি। লেটস ওয়ার্ক টুগেদার।’

অভিনেতা ইরফান সাজ্জাদ লেখেন, ‘এই ছবিটা দেখার পর থেকে আর থাকতে পারছি না। আল্লাহ একটু রহমত করেন, মানুষগুলোকে বাঁচান। ত্রাণ পরে, আগে মানুষ বাঁচাতে হবে। এক বোটে অনেকগুলো ত্রাণ আর অনেক মানুষ গিয়ে ত্রাণ বিতরণ করার চাইতে, এক বোটে অল্প মানুষ গিয়ে বেশি সংখ্যক মানুষকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। হে আল্লাহ এই নিষ্পাপ বাচ্চা গুলোর উসিলায় এই দুর্যোগ থেকে আপনি মানুষগুলোকে রক্ষা করেন।’

অভিনেতা ইয়াশ রোহান লেখেন, ‘দেশ সংকটে। হাজার হাজার মানুষ ঘর বাড়ি সব হারিয়ে এখন নিঃস্ব। আমরা দেখেছি আমরা একসাথে থাকলে কী অর্জন করতে পারি। আসুন আমরা একসাথে হই এবং দেশের মানুষের পাশে দাঁড়াই। আমি আমার জায়গা থেকে যতটা পারি করছি। আমাদের সকলের উচিত দেশের মানুষের পাশে দাঁড়ানো।’

চিত্রনায়িকা তমা মির্জা ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি তুলে ধরে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। সেখানে সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন। এ ছাড়া অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, আব্দুল্লাহ রানা, চিত্রনায়ক নিরব, অভিনেত্রী অরুণা বিশ্বাস, আনিকা কবির শখ, পূর্ণিমা, জাকিয়া বারী মম, নাদিয়া আহমেদ, সাদিয়া আয়মান, মনিরা আক্তার মিঠু, সংগীতশিল্পী আঁখি আলমগীর, তৌসিফ আহমেদ, সিঁথি সাহা সহ অনেক তারকা বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!