ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সুজেয় শ্যামের প্রয়াণে তারকাদের শোকগাথা

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৫:২৫ পিএম

সুজেয় শ্যামের প্রয়াণে তারকাদের শোকগাথা

সুজেয় শ্যাম। ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের প্রয়াণে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বরণ্যে এ শিল্পীর চলে যাওয়ায় অনেকেই তাদের অভিভাবককে হারিয়েছেন বলে মনে করছেন। সবাই শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখছেন তাদের অনুভূতির কথা। শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে যেন শোকবই।

স্বাৎধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান লিখেছেন, ‘সহযাত্রী, বন্ধু, শব্দসৈনিক, মুক্তিযোদ্ধা, সংগীত পরিচালক সুজেয় শ্যাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন! শান্তি কামনা করি’।

সুজেয় শ্যামকে হারিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী তার ফেসবুকে লিখেছেন, ‘তার সাথে সম্পর্ক ১৯৬৯ সাল থেকে। ছোটবেলা থেকেই তার ভালোবাসা এবং স্নেহে ধন্য হয়েছি বার বার। শ্যাম দাদার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি’।

জনপ্রিয়শিল্পী কনকচাঁপা তার ফেসবুকে লিখেছেন, ‘চলে গেলেন আমাদের সংগীতের আরেক কিংবদন্তি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুরকার সংগীত পরিচালক ও সংগঠক সুজেয় শ্যাম। শ্যামদাদা, বাংলাদেশকে আপনি অকৃত্রিম হাতে ঢেলে দিয়েছেন। আমরা কখনো আপনাকে ভুলব না। আপনার আত্মার শান্তি কামনা করছি।’

শিল্পী আসিফ আকবর শোক প্রকাশ করে লিখেছেন, ‘শ্রদ্ধেয় সুজেয় শ‍্যাম (কাকা) বাংলা গানের আরও একজন কিংবদন্তির প্রস্থান। তিনি সব সময়ের জন‍্য আমার একজন শ্রদ্ধাভাজন মুরুব্বি ছিলেন। বাবু- আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলা সংগীতের ইতিহাসে। বিনম্র শ্রদ্ধা।’

শিল্পী সুরকার ও সংগীত পরিচালক নকীব খান লিখেছেন, ‘তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি! হারিয়ে গেলেন আরেক কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব সুজেয় শ্যাম দা! তার আত্মা শান্তিতে থাকুক। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি’।

স্বাধীন বাংলা বেতারের শিল্পী সুজয় শ্যাম বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!