ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি লিওন

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৩:৪৩ পিএম

১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি লিওন

সানি লিওন। ছবি: সংগৃহীত

ফের বিয়ে করলেন সানি লিওন। মালদ্বীপের সমুদ্র সৈকতে বসেছিল একসময়ের নীল ছবির এ নায়িকার বিয়ের আসর। বিয়ের সময় তিন সন্তান নিশা, নোয়া ও আশেরকেও পাশে রেখেছিলেন সানি।

তবে নতুন কোনো পুরুষকে জীবন ও হৃদয়ের ভাগ দেননি সানি। নতুন করে হাত ধরেননি কোনো অচেনা পুরুষের। নিজের স্বামী ড্য়ানিয়েল ওয়েবারের গলায় ফের দিয়েছেন মালা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন তারা। সন্তানদের বিয়ে নামক প্রতিষ্ঠানের সম্পর্কে এবং গুরুত্ব বোঝানোর কারণেই এমনটা করার ইচ্ছে ছিল তাদের। সেই কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর, ফের বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল।

ড্যানিয়েলের সঙ্গে বিয়ের আগে সানির আসল নাম ‘করণজিৎ কৌর’ জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে সম্পর্ক ছিল সানির। তবে শেষ বিচ্ছেদে রূপ নেয় তা। এরপর তার জীবনে আসেন বর্তমান সামী ড্যানিয়েল।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!