ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
‘খাদান’ নিয়ে জিতের বিশেষ বার্তা

সুপারস্টার দেবকে টিপসও দিলেন ‘বস’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৩:৩৭ পিএম

সুপারস্টার দেবকে টিপসও দিলেন ‘বস’

ছবি: রূপালী বাংলাদেশ

তাঁরা দু’জনই ‘দুই পৃথিবী’তে জুটি বেঁধে নাম কামিয়েছেন। তাঁরা টলি পাড়ার দুই সুপারস্টার। প্রথম দিকে ‘পাগলু’ আর ‘শত্রু’র বক্স অফিসে যুদ্ধ লাগলেও বাস্তবে জিৎ আর দেব একেবারেই কাছের মানুষ। ফিল্ম পার্টি হোক বা প্রিমিয়ার শো, দু’জনের দেখা হলেই জমে আড্ডা।

নতুন গল্প হলো বক্স অফিসের লড়াই ভুলে, তারকাসুলভ ইগো একপাশে রেখে দেবের খাদানকে শুভেচ্ছা জানিয়েছেন জিৎ। শুধুই শুভেচ্ছা নয়, দেবকে দিলেন বিশেষ টিপস!

অবশেষে বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত দেবের খাদান। যে ছবির টিজার মুক্তির পর থেকেই হইচই পড়ে গিয়েছিল অবশেষে সেই ছবি এসেছে বড়পর্দায়। তবে সিনেমা হল পাওয়া নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সেই সমস্যা কাটিয়ে পশ্চিমবঙ্গজুড়ে এখন শুধু খাদান আর খাদান। আর তাই তো দেবের খাদান মুক্তি পেতেই দেবকে শুভেচ্ছা জানিয়েছেন জিৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখলেন, ‘ব্যক্তিগত ভাবে দেবকে mass কমার্সিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই।’

আরও পড়ুন: কত সম্পদের মালিক প্রভাস?

‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’, দেবের এই সংলাপই ‘খাদান’ ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল।

খাদান ছবিতে বাবা ও ছেলের ভূমিকায় অর্থাৎ দ্বৈত চরিত্রে দেখা যাবে টলিউডের এই সুপারস্টারকে। যিশুকেও দুটি লুকে দেখা গিয়েছে। তবে সেটি তরুণ বয়স এবং বৃদ্ধ বয়সের। নতুন বছরের শুরুতেই খাদান-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা-প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন এবারের বড়দিনে তিনি বড়পর্দায় বিস্ফোরণ ঘটাতে চলেছেন।

আরবি/ এইচএম

Link copied!