অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় তামিল অভিনেতা বিশাল কৃষ্ণ। জানা গেছে, ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। সম্প্রতি সুন্দর সি পরিচালিত ১২ বছর ধরে নির্মিত সিনেমা ‘মাধা গজ রাজা’র প্রচারণায় অংশ নিয়েছিলেন বিশাল। যেখানে মূখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয় করবেন অঞ্জলি। সেই সিনেমার প্রচারণাতেই অসুস্থ অবস্থায় দেখা মিলেছে বিশালের।
অনুষ্ঠান চলাকালীন সময়ে বিশালকে হাঁটার সময় তার সহকারীর সাহায্য নিতে দেখা গেছে এবং বক্তৃতা দেওয়ার সময় তার হাত কাঁপতে দেখা গেছে। যা দেখা মাত্রই তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ হয়ে পড়েছে তার কাছে মানুষেরা। ফলে দ্রুতই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
হাসপাতাল সূত্রের অনুসারে, তিনি প্রচণ্ড জ্বরে ভুগছিলেন, তবে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কোনো বিবৃতি পাওয়া যায়নি। বর্তমানে তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
২০১২ সালে প্রাথমিক শুটিং শুরু হয়েছিল জেমিনি ফিল্ম সার্কিটের প্রযোজিত এবং সুন্দর সি পরিচালিত ‘মাধা গজ রাজা’ সিনেমাটির। যার ১২ বছর পর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
আপনার মতামত লিখুন :