সোমবার, ৩১ মার্চ, ২০২৫

অভিনয় ছেড়ে ধর্মকর্মে মনোযোগী তামিম মৃধা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৪:৪২ পিএম

অভিনয় ছেড়ে ধর্মকর্মে মনোযোগী তামিম মৃধা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও তার বেশ পরিচিতি। সেই তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ধর্মকর্মে মনোযোগী হয়েছেন। 

তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তালহা লিখেছেন, আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি বলেন, আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

তবে ঠিক কোন চিন্তা থেকে তামিম শোবিজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তা নিশ্চিত জানা যায়নি। শোবিজ ছেড়ে তার পেশা এখন কী  সে কথাও  জানা যায়নি। 

আরবি/এসজে

Link copied!