শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় নাম লেখাতে চলেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। তবে এখনো ছবির নাম ঠিক হয়নি বলেও জানিয়েছেন তিনি।
সঞ্জয় বলেন, চিত্রনাট্য তৈরির কাজ চলছে। প্রযোজক দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলেই তিশার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করবেন।
তিনি বলেন, ‘ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ করছি অনেক দিন থেকেই। বাংলাদেশে এটাই হবে আমার প্রথম ছবি। তাই দর্শকদের সেরাটা উপহার দিতে চাই। তিশা আমার সঙ্গে অনেক নাটকে কাজ করেছেন। একসঙ্গে প্রথম সিনেমাতে কাজ করব এবার।’
তবে বড় পর্দায় অভিষেক নিয়ে যদিও এখন পর্যন্ত তিশার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :