ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

তাপস রাজনৈতিক প্রতিহিংসার শিকার: ঐশী

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৮:৪৫ পিএম

তাপস রাজনৈতিক প্রতিহিংসার শিকার: ঐশী

ছবি : রূপালী বাংলাদেশ

দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি মামলায় রাজধানীর প্রগতি সরণি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

তাপসকে গ্রেপ্তারের পর ফেসবুকে এই সংগীতশিল্পীকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। যেখানে তাপসের পক্ষ নিয়ে কথা বলেছেন তিনি। একইসঙ্গে তাপস প্রতিহিংসার শিকার বলেও দাবি করেছেন এই শিল্পী। 

তাপসকে সংগীতাঙ্গনের একজন ‘স্বপ্নদ্রষ্টা’ উল্লেখ করে ঐশী বলেন, ‘ছোট জীবনে কত কিছু দেখলাম। অন্যায় করে দিনের পর দিন রাজার হালে পার করতে দেখলাম, আবার নিরাপরাধকে কারাগারে যেতেও দেখলাম। আমি তাপস ভাইয়াকে চিনি ঠিক দশ বছর। এই দশ বছরে আমি তাকে শুধু গান নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে দেখেছি। একা না দেখে মিউজিক ইন্ডাস্ট্রিকে নিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছেন তিনি। সম্পূর্ণ নিজ উদ্যোগে সংগীতাঙ্গন বদলানোর ইচ্ছা পোষণ করার মতো পাগলামি কেউ করে? এটাই ওনার ভুল ছিল।’

তাপস রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এমনটা দাবি করে ঐশী বলেন, ‘তিনি তো রাজনৈতিক কেউ ছিলেন না। সাংস্কৃতিক লোককে রাজনৈতিক বানায় দিলেন প্রতিহিংসার জেরে। মিউজিক নিয়ে এত অ্যাগ্রেসিভ কাউকে আমি দেখিনি। বরং মিউজিকের নামে আ**ম কু*ম করতে অনেককেই দেখলাম। সেই মানুষগুলাকে আবার বড় গলায় কথাও বলতে দেখি।’

এই কণ্ঠশিল্পী আরও বলেন, ‘সত্যকে জেতাতে চাইলে সঠিক তথ্য বের করে উপস্থাপন করেন মানুষের সামনে, যদি সাহস থাকে। সব রহস্য উন্মোচন করে দেন। সবাই জানুক সত্যটা কী! ভিত্তিহীন মজা তো বহুত নিলেন। আল্লাহর ওয়াস্তে এবার সত্যকে জেতার সুযোগ করে দেন! না হলে বৈষম্যই তো হইলো। লাভটা কী হইলো তাহলে?’

প্রসঙ্গত, গান বাংলা চ্যানেলে দীর্ঘদিন ধরে তাপসের সঙ্গে গান করছেন ঐশী। তাদের দু’জনের মধ্যকার সম্পর্ক গুরু-শিষ্যর মতো। যে কারণেই তাপসের পক্ষ নিয়ে আওয়াজ তুললেন তিনি। 

ক্যারিয়ারে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন ঐশী। তার উল্লেখযোগ্য কিছু গান হলো, ‘নিজাম উদ্দিন আউলিয়া’, ‘রঙে রঙে দুনিয়া’, ‘দুষ্টু পোলাপাইন’, ‘দুই কুলে সুলতান’।

আরবি/ এইচএম

Link copied!