ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪

‘রক অ্যান্ড রোর’ কনসার্টে বরিশাল মাতাবে দশ ব্যান্ড

আরফান হোসাইন রাফি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৫:৩৩ পিএম

‘রক অ্যান্ড রোর’ কনসার্টে বরিশাল মাতাবে দশ ব্যান্ড

ছবি: সংগৃহীত

চলে এসেছে বাংলা ব্যান্ডের কনসার্ট মৌসুম। যদিও সারাবছরই দেশ-বিদেশে আয়োজন হয় বিভিন্ন কনসার্ট ; তবে এই মৌসুমকে কেন্দ্র করে অন্যরকম আমেজ থাকে ব্যান্ড শ্রোতাদের মাঝে। শীতের আদ্রতায় মনের উষ্ণতার খোঁজে এসময়ে তারা পাড়ি জমান শহর থেকে নগরে। যার ধারাবাহিকতা বজায় রাখতে এবার মৌসুমের শুরুতেই তাদের জন্য সুখবর নিয়ে এসেছে ‘রক অ্যান্ড রোর’। দেশসেরা দশ ব্যান্ডকে নিয়ে বরিশালে আয়োজন করছে কনসার্টের । যেখানে পারফর্ম করবে অ্যাশেজ, বাগধারা, ফানুশ, সরলপুর, নক্ষত্র বাংলাদেশ, ফ্লেইম, মেটাল ইরর এবং আরও একটি ব্যান্ড (এখনও নাম এনাউন্স করা হয়নি)। এছাড়া সারপ্রাইজ ব্যান্ড হিসেবেও থাকছে দু‍‍‍‍টি ব্যান্ড।

কনসার্টের আয়োজক সৈয়দ নাহিদ দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‍‍আমাদের কনসার্টের প্রধান উদ্দেশ্য হলো বাংলা ব্যান্ড মিউজিককে জেলা ও বিভাগীয় শহরে নিয়ে যাওয়া। যেহেতু আমাদের দেশের ব্যান্ড সংগীতের কনসার্টগুলো ঢাকা কেন্দ্রিক হয়, যার ফলে  আমাদের বিভাগ বা জেলার শ্রোতাদের সঙ্গে কানেকশনটা নেই বললেই চলে। এইসব বিবেচনা করে আমরা চাচ্ছি প্রতিটি বিভাগে আমাদের দেশের স্বনামধন্য ব্যান্ডগুলো নিয়ে প্রতিবছর একটি করে কনসার্ট আয়োজন করার। এছাড়া চেষ্টা করছি সেসব স্থানের লোকাল ব্যান্ডগুলোকে ভালো একটা স্টেজে পারফর্ম করার সুযোগ তৈরি করে দেয়ার। ‍‍ সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ই নভেম্বর  ‍‍`রক অ্যান্ড রোর’কনসার্টে বরিশাল মাতাবে দেশসেরা দশ ব্যান্ড। এখনো টিকিট মূল্য নির্ধারণ করা হয়নি। তবে অবশ্যই শ্রোতাদের আয়ত্তের ভেতরে রাখা হবে। ‍‍

আরবি/ আরএফ

Link copied!