ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

এবার অমিত শাহকে তুলোধুনা করলেন থালাপতি বিজয়

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৪:২৯ পিএম

এবার অমিত শাহকে তুলোধুনা করলেন থালাপতি বিজয়

ছবি: রূপালী বাংলাদেশ

ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা বিআর আম্বেদকরকে নিয়ে সংসদে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর ওই মন্তব্যের পরই শুরু হয়েছে তুমুল বিতর্ক। কংগ্রেস-তৃণমূলের মতো একাধিক বিরোধী দলই ইতোমধ্যে শাহকে তুলোধুনা করছে। এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধুনো করলেন সদ্য রাজনীতির ময়দানে পা রাখা তামিল সুপারস্টার থালাপতি বিজয়। বললেন, `আম্বেদকরের নামেই এঁদের অ্যালার্জি।‘

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন শাহ বলেন, ‘এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।’ একই সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন, ‘১০০ বার ওর (বিআর আম্বেদকর) নাম নিলেও কিন্তু ওঁকে নিয়ে আপনাদের কী আবেগ ছিল? তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর।’ এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে।

বুধবার শাহের এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কারও কারও বি আর আম্বেদকরের নামে অ্যালার্জি আছে। আম্বেদকর অতুলনীয় রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী। তিনি সমস্ত ভারতীয়দের মধ্যে স্বাধীনতার চেতনাকে জাগ্রত করেছিলেন। আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…আসুন আমরা আমাদের হৃদয়ে আনন্দের সঙ্গে তাঁর নাম উচ্চারণ করি।’

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগেই বড় চমক দিয়েছিলেন থালাপতি বিজয়। ‘তামিলাগা ভেত্রি কোঝাগম’ নামে নিজের রাজনৈতিক দল শুরু করার কথা জানান তিনি। পাশাপাশি ঘোষণা করেন, সিনেদুনিয়াকে খুব দ্রুত বিদায় জানিয়ে রাজনৈতিক কেরিয়ারেই মন দেবেন। তবে লোকসভা ভোটে নাম লেখাননি তিনি। তাঁর চোখ ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা ভোটের দিকে। ইতোমধ্যেই প্রাথমিক স্তরে প্রস্তুতি শুরু করেছেন থালাপতি।

আরবি/ এইচএম

Link copied!