লম্বা সময় ধরে চর্চায় আছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন। শোনা যাচ্ছে রাই সুন্দরীর মন উঠে গেছে বচ্চনদের ওপর থেকে। অভিষেক ও তার পথ বেঁকে যাচ্ছে দুদিকে। এবার যোগ হলো নতুন উপাদান। অন্য নারীতে ঝুঁকেছেন অভিষেক। সেকারণেই বিচ্ছেদের ডামাডোল রাই সুন্দরীর সঙ্গে। এমন গুঞ্জন বি-টাউনে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শোনা যাচ্ছে, অভিষেকের জীবনে নাকি অন্য নারী এসেছেন। তিনি অভিনেত্রী নিমরত কৌর। তার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি সংসারে অশান্তি।
নিমরত কৌরের সঙ্গে ‘দশভি’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক। তবে এ সিনেমার শুটিং থেকেই মন দেওয়া নেওয়ার শুরু? ভেসে বেড়াচ্ছে প্রশ্ন। এসব অবশ্য মুখ খোলেননি অভিষেক, ঐশ্বরিয়া বা নিমরত। তাদের ঘনিষ্ঠরাও আছেন মুখে তালা দিয়ে।
তবে সেসবের ধার ধারছেন না নেটাগরিকরা। তারা নিজেদের মতো মন্তব্য করছেন। কেউ সত্য বলে ধরে নিচ্ছেন আবার কেউ গুজব বলে অভিহিত করছেন।
২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায় দেড় দশক কেটে গেছে তাদের দাম্পত্যের। আজকাল মিলনের চেয়ে বিচ্ছেদের গুঞ্জন বেশি শক্তিশালী সেখানে। ক্রমশ পাল্টাচ্ছে রঙ।
আপনার মতামত লিখুন :