ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪

চরিত্রটির বিভিন্ন ডাইমেনশন আছে: সেওতি

এম তারেক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ১২:৩০ পিএম

চরিত্রটির বিভিন্ন ডাইমেনশন আছে: সেওতি

সেওতি। ছবি: সংগৃহীত

‘কেউ সহজে বুঝতে পারবে না, চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক। ক্রমান্বয়ে চরিত্রটির পরিবর্তন হয়। প্রথমদিকে সাধারণ থাকে, পরবর্তীতে তার ডাইমেনশন বদলে যায়’ বলছিলেন অভিনেত্রী ফারিহা শামস্ সেওতি। আজ (৩১ অক্টোবর) দীপ্ত প্লে-তে মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘বিভাবরী’। টিটো রহমান পরিচালিত এ ওয়েব ফিল্মের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রূপদান করেছেন ভার্সেটাইল এই অভিনেত্রী।

সেওতি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘এ ওয়েব ফিল্মে আমার বিপরীতে অভিনয় করেছেন ইরেশ যাকের। আমাদের দেশে এ ধরনের গল্পে কাজ হয় না। বাজেট বেশি থাকতে হয়। বড় আয়োজনে কাজ করতে হয়। বাংলাদেশে সেটা সম্ভবপর হয় না। সে জায়গা থেকে পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ান ও আর্টিস্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘বিভাবরী’ নির্মিত হয়েছে। সবাই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। আমি কাজটি নিয়ে আশাবাদী। দর্শকের ভালো লাগবে।’

অনীশ দাস অপুর ছোটগল্প ‘মধ্যরাতের খাবার’ অবলম্বনে ওয়েব ফিল্মটি নির্মাণ করা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, রোজী সিদ্দিকী, রিফাহ নানজীবা প্রমুখ।

সেওতি। ছবি: সংগৃহীত

সেওতি নিজের অভিনয় নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, ‘আমি নিজের অংশটুকু বাদে কিছু দেখিনি। সেই জানুয়ারিতে শুটিং করেছি। যারা পুরো ওয়েব ফিল্ম দেখেছে তারা বেশ প্রশংসা করেছে। এর আগে বিঞ্জে এসেছিল ভিকি জাহেদের ‘একটি খোলা জানালা’। সে কাজটি নিয়েও দর্শকের সাড়া পেয়েছি। আগামী প্রজেক্টের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে এসব প্রতিক্রিয়া।’

সেওতি অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে বললেন, ‘কয়েকটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি। সামনে কয়েকটি আসবে। প্রচার হচ্ছে বায়োজিনের একটি বিজ্ঞাপনচিত্র। এখানে প্রথমবার ঢাকাইয়া ভাষায় কথা বলেছি। সবাই প্রশংসা করেছে। আরেকটি ওয়েব ফিকশন সামনে আসবে। মুক্তির অপেক্ষায় আছে আকরাম খানের সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। শিগগিরই একটি ওটিটির কাজ শুরু হবে।’

সবশেষে নিজের একটি পরিকল্পনার কথা জানালেন সেওতি। শিগগিরই তাকে দেখা যাবে ভিন্ন রূপে। বললেন, ‘আমাকে অনেকেই ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে বলেছেন। টুকটাক বন্ধুদের অনুরোধে ভয়েস দিয়েছি। কিন্তু প্রফেশনালি কিছু করিনি। এবার এমন কিছু হবে সহসা।’

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!