ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

‘চলচ্চিত্র শিল্পটা নামের মধ্যে সীমাবদ্ধ’

রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০২:৩৩ পিএম

‘চলচ্চিত্র শিল্পটা নামের মধ্যে সীমাবদ্ধ’

আলীরাজ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই নিজেকে অভিনয়ের সঙ্গে যুক্ত রেখেছেন চলচ্চিত্রের নন্দিত অভিনেতা আলীরাজ। দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্য চলচ্চিত্রে। বর্তমানে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’সহ বেশ কয়েকটি নতুন সিনেমা। সম্প্রতি এই অভিনেতা যুক্ত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামে।

এ প্রসঙ্গে রূপালী বাংলাদেশকে আলীরাজ বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম সম্পুর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। এতে যুক্ত হওয়ার কারণ হচ্ছে চলচ্চিত্রের জন্য কাজ করা। চলচ্চিত্র শিল্প উন্নয়নে ভূমিকা রাখা। সব বাধা বিপত্তি পেরিয়ে চলচ্চিত্র এগিয়ে নেওয়ার জন্য এই সংগঠন কাজ করবে। যে কারণে ভালো কাজের সঙ্গে আছি।’

এই অভিনেতা আরও বলেন, ‘আমরা শিল্পীরা সব সময় আশা নিয়েই বেঁচে থাকি। দেশে সব মাধ্যমে পরিবর্তন হচ্ছে কিন্তু পিছিয়ে আছে আমাদের চলচ্চিত্র। যেহেতু পরিবর্তনের হাওয়া লেগেছে তাই আমিও আশাবাদী আবার বদলে যাবে আমাদের চলচ্চিত্র। আমার মনে হচ্ছে এবার চলচ্চিত্র শিল্পী ঘুরে দাঁড়াবে। এই শিল্পের সঙ্গে শিল্পী ও কলাকুশলীদের রুটি-রুজি জড়িত। কাজ না থাকায় তাদের অবস্থা ভয়াবহ।’

চলচ্চিত্রের বেহাল দশার কথা জানিয়ে আলীরাজ বলেন, ‘মাঝে চলচ্চিত্রের খুবই খারাপ অবস্থা ছিল। এখনো চলচ্চিত্রের অবস্থা ভালো নয়। বর্তমানে শিল্পটা শুধু নামের মধ্যে সীমাবদ্ধ। কাজে খুব একটা নেই। বলা চলে সবাই বেকার। চলচ্চিত্র সংশ্লিষ্টরা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। আশা করছি, অচিরেই এই সংকট কেটে যাবে। সবাই যদি চলচ্চিত্র শিল্পের জন্য এগিয়ে আসে তাহলে আমি আশাবাদী পুনরায় চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াবে। আমরা ফিরে পাবো চলচ্চিত্রের সেই সোনালি দিন।’

টিভি নাটকের মাধ্যমে আলীরাজের অভিনয়ে অভিষেক ঘটে। বিটিভিতে সেলিম আল দীনের লেখা ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘ভাঙনের শব্দ শুনি’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর নায়করাজ রাজ্জাকের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি। এরপর শুধু এগিয়ে যাওয়ার গল্প। অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। সাবলীল অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও। বর্তমানে এই অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!