ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

প্রথম ১৮+ সিনেমা ‌মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ১০:৩১ এএম

প্রথম ১৮+ সিনেমা ‌মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর

ছবি, সংগৃহীত

ঢাকা: প্রথমবার দেশে ১৮+ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। সিনেমাটির নাম ‘ভয়াল’। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন থেকে ‘এ’ গ্রেডে (প্রাপ্তবয়স্কদের জন্য) ছাড়পত্র প্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘ভয়াল’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।

সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ‘ভয়াল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আশিকুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবাল প্রমুখ।

অভিনেতা ইরফান সাজ্জাদ জানান, গল্পে ভিন্নতা আছে। যদিও ‘এ’ গ্রেড তকমা পেয়েছে। তবে ছবির যে বার্তা, তা খুবই ইউনিক। যারা ছবিটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন আস্তে আস্তে অন্য রকম একটা অবস্থান তৈরি করছে।

অভিনেত্রী আইশা খান বলেন, গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছি ভয়াল ছবিতে। পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করছি, প্রেম, ভালোবাসা, যন্ত্রণা পর্দায় তা ফুটে উঠেছে, আশাকরি দর্শকদের ভালো লাগবে।

আরবি/এস

Link copied!