ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

যে কারণে মুসলিম হয়েছিলেন প্রবীর মিত্র

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ১২:০৭ এএম

যে কারণে মুসলিম হয়েছিলেন প্রবীর মিত্র

ছবি: সংগৃহীত

খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (০৫ জানুয়ারি) রাত ১০টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।তার তথ্যমতে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্তান দাফন করা হবে।

নামের কারণে প্রবীর মিত্র হিন্দু না মুসলাম-এ নিয়ে প্রশ্নের উদ্রেক হয়েছে অনেকের মনে। মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন। সে সময়ের ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়, ‘আমি তো কনভার্ট হয়েই ওর মাকে (স্ত্রী) বিয়ে করেছিলাম। তখন মুসলমান হয়েছিলাম। তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনও সে ধর্মেই আছি।।’

সেই সাক্ষাৎকারে প্রবীর মিত্র জানিয়েছেন তার কষ্টের কথা। বলেছেন, অভিনয় করতে না পারলে আমার খুব কষ্ট হয়। আমি অভিনয় করতে পারছি না, এটাই আমার বড় কষ্ট। অভিনয়টা আমাকে খুব টানে। অপেক্ষায় আছি, সুস্থ হয়ে আবার অভিনয়ে ফেরার।

তবে আর ফেরা হলো না বরেণ্য এই অভিনেতার। নন্দিত অভিনেত্রী অঞ্জনার শোক কাটিয়ে না উঠতেই না ফেরার দেশে প্রবীর মিত্র৷ অভিনেতার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি এক বার্তায় শোক জানিয়েছেন।

আরবি/এস

Link copied!