মাস ছয়েক আগেই চিত্রনায়ক শাকিব খানের ‘দরদ’ সিনেমার গল্প নকলের অভিযোগ তুলেছেন আরেক চিত্রনায়ক-প্রযোজক আদর আজাদ। গেল ঈদে তার ‘লিপস্টিক’ সিনেমা মুক্তি পেয়েছে। এর গল্প থেকেই নাকি ‘দরদ’ সিনেমার গল্প নকল করা হয়েছে। নির্মাতা অনন্য মামুন সে সময় বলেছিলেন যদি কেউ নকল প্রমাণ করতে পারেন তাহলে তিনি এক কোটি টাকা পুরস্কার দেবেন।
শুক্রবার (১৫ নভেম্বর) দেশের ৮৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি। প্রথম দিন সিনেমাটি মন্দের ভালো চললেও দ্বিতীয় দিনে ছিল দর্শকখরা। তৃতীয় দিনেও সেভাবে দর্শক টানতে পারছে না। ‘দরদ’ মুক্তির পরই নতুন করে ‘লিপস্টিক’ সিনেমা আলোচনায়। আদর আজাদের অভিযোগের মিল খুঁজে পেয়েছেন সিনেপ্রেমীরা। বাংলা চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে সিনেমা দুটি নিয়ে বেশ চর্চা হচ্ছে। সেখানে অনেকেই লিখেছেন, ‘লিপস্টিক’র সঙ্গে ‘দরদ’র মিল আছে। মূল গল্পে মিল রয়েছে।
একজন লিখেছেন ঠিক এভাবে, সুতরাং অনন্য মামুনের ঘোষণা দেয়া ১ কোটি টাকার যোগ্য দাবিদার নায়ক আদর আজাদই। কারণ তিনিই প্রথম ‘দরদ’ সিনেমা কপির বিষয়টি মিডিয়ায় এনেছিল। সিনেমা দুটি নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা। গ্রুপগুলোতে অধিকাংশ নেটিজেনরা ‘লিপস্টিক’র সঙ্গে দরদের মিল খুঁজে পেয়েছেন বলে মন্তব্য করেছেন।
চলচ্চিত্র সাংবাদিক মাহফুজুর রহমান সিনেমা দেখে রিভিউতে ‘লিপস্টিক’ এবং ‘দরদ’র গল্পে মিল খুঁজে পেয়েছেন বলে ভিডিওতে জানিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, লিপস্টিক এবং দরদের গল্পের মূল জায়গা এক। তবে দরদের গল্প বলার ধরন লিপস্টিক থেকে আলাদা। তবে দুটি সিনেমার মূল সুর একই।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে দৈনিক রূপালী বাংলাদেশকে পরিচালক অনন্য মামুন বলেন, এগুলো মিথ্যা গুজব। দর্শক তাদের মতো মত প্রকাশ করেছেন।
সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’ তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়েও রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ।
অন্যদিকে, ‘লিপস্টিক’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরিচালনা করেন তরুণ নির্মাতা কামরুজ্জামান রোমান। আদর আজাদের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, বড়দা মিঠু, নাদের চৌধুরী, শিবলু মৃধা প্রমুখ।
আপনার মতামত লিখুন :