ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ভারতের সর্বকালের সেরা রত্ন ‘কিং খান’র জন্মদিন আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১২:৩২ পিএম

ভারতের সর্বকালের সেরা রত্ন ‘কিং খান’র জন্মদিন আজ

ফাইল ছবি

দিল্লির থিয়েটার দিয়ে যাত্রা শুরু। এরপর ধাপে ধাপে পুরো ভারতবর্ষ, তারপর বিশ্বজুড়ে তোলপাড়। বলছিলাম- দিল্লির একটা সাদামাটা ছেলের কথা। যে কিনা বর্তমানে বিশ্বব্যাপী ‘কিং খান’ নামে সমাদৃত। ভারতীয় অভিনয়জগতের রত্ন, শাহরুখ খান। আজ শনিবার (২ নভেম্বর) তার ৫৯তম জন্মদিন।

বড্ড সাধারণ এক পরিবার থেকে উঠে আসা শাহরুখ খান, ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়াশোনার সময়ই ফৌজি, সার্কাসের মতো টেলিভিশন সিরিয়ালে কাজ করে নজর কাড়েন বোদ্ধাদের। তখনও হয়তো কেউ জানত না, ভারত পেতে যাচ্ছে তার সর্বকালের সেরা এক রত্ন। 

টিভিতে নজর কাড়ার পর এবার যাত্রা মুম্বাইয়ের শোবিজ অঙ্গনে। অনেক কাঠখড় পুড়িয়ে ১৯৯২ সালে ‘দিল আশনা হ্যায়’ চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক হয়। হেমা মালিনির পরিচালনায় প্রথম সুযোগটা কাজেও লাগান শাহরুখ। তবে এটি মুক্তির আগেই তার অভিনীত ‘দিওয়ানা’ মুক্তি পেয়ে যায়।

যে সিনেমা তাকে এনে দেয় ফিল্মফেয়ার পুরস্কার। এরপর ‘চমৎকার’, ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’-এর মতো মেলো-রোমান্টিক ধারার চলচ্চিত্র পরিচিতি এনে দেয়। ১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডর’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে শুরু হয় দিগ্বিজয় যাত্রা। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কয়লা’, ‘পারদেশ’, ‘ইয়েস বস’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘দিল সে’, ‘কুছকুছ হোতা হ্যায়’, ‘বাদশাহ’, ‘মোহাব্বাতে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘দেবদাস’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের কাছে পান ‘বলিউড বাদশাহ’র খেতাব।

বিশ্বব্যাপী উন্মাদনা ছড়ানো সেই মানুষটা আজ ৫৯ বছরে পা রাখলেন। প্রতিবছরের মতো এই বছরও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাড়ি মান্নাতের সামনে উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। কারো হাতে ছিল শাহরুখের পোস্টার, কেউ আবার কেক নিয়ে এসেছিলেন।

অনুরাগীদের ভালোবাসা, শুভেচ্ছা গ্রহণ করতে তাদের কাছাকাছি এসেছিলেন শাহরুখ। নিরাপত্তারক্ষীদের কড়াকড়িও ছিল মান্নাতের বাইরে। তবে ভক্তদের নিরাশ করেননি শাহরুখ খান। প্রতিবারের মতো এবারও ভক্তদের সঙ্গে কাটিয়েছেন সময়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, এ বছর শাহরুখের জন্মদিন পালন করতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছেন শাহরুখ-পত্নী গৌরী খান। সেই অনুষ্ঠানে ২৫০ জনেরও বেশি অতিথিকে নিমন্ত্রণ করেছেন তিনি। তালিকায় রয়েছেন বলিউডের নামজাদা তারকারা। থাকতে পারেন হলিউড থেকে তারকাবৃন্দও। মান্নাতেই হবে সেই বিশেষ পার্টি। তার আগেই আলোর ঝলকানিতে সেজে উঠেছে শাহরুখের বাংলো। মান্নাতজুড়ে তাই খুশির আমেজ। বোঝাই যাচ্ছে, বেশ রাজকীয়ভাবেই পালিত হতে চলেছে শাহরুখের জন্মদিন।

আরবি/এফআই

Link copied!