‘গণমাধ্যমে এসেছে, গোপনে বিয়ে করেছি। ঘটনা সত্য নয়। বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন। জাস্ট কাবিন করা হয়েছে। মূল অনুষ্ঠান পরে হবে। আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি’ নিজেদের চ্যানেলে সাক্ষাৎকারে কথাগুলো বলেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।
সম্প্রতি তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর বিয়ে নিয়ে মুখ খুলেন তিনি। দেখতে গিয়ে রামিসা আল রিসাকে বিয়ে করেছেন। টিকটকার রাইসাকে বিয়ে করেছেন কথাটা সত্য নয় বলে আফ্রিদি জানান, তার স্ত্রীর বোন মূলত টিকটক করেন।
তিনি বলেন, ‘দুই বোনের চেহারা অনেকটাই এক। সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করেছেন।’
আফ্রিদি বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আমার সামনের জীবনটা সুন্দর যায়। ভালো দিকটা যেন সব সময় দেখাতে পারি এবং সবাইকে ভালো রাখতে পারি।’
আপনার মতামত লিখুন :