ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

উদিত নারায়ণের ‘চুমুকাণ্ড’

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৩:১৯ পিএম

উদিত নারায়ণের ‘চুমুকাণ্ড’

ছবি: সংগৃহীত

সম্প্রতি মঞ্চে গান গাওয়ার সময় এক নারী ভক্তের ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছেন ভারতীয় গায়ক উদিত নারায়ণ। এই ঘটনার পর, পুরোনো ভিডিওগুলো আবারো সামনে এসেছে। এর আগেও তিনি মঞ্চে নানা নারীদের চুমু দিয়েছেন, যার মধ্যে অলকা যাজ্ঞিক এবং শ্রেয়া ঘোষালও ছিলেন। সম্প্রতি, এসব ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

গত শনিবার, এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয় যেখানে দেখা যায়, উদিত নারায়ণ এক নারী ভক্তকে চুমু দিচ্ছেন। এর পর থেকে নেটিজেনরা তার পুরোনো ভিডিওগুলো খুঁজে বের করছেন। একটি ভিডিওতে উদিত নারায়ণ অলকা যাজ্ঞিকের সঙ্গে গান গাইতে গাইতে হঠাৎ তার গালে চুমু দেন, যার ফলে অলকা অপ্রস্তুত হয়ে সরে যান। আরেকটি ভিডিওতে উদিত অনুষ্ঠানে অলকাকে চুমু দেয়, এতে স্পষ্ট দেখা যায়, অলকা কিছুটা বিরক্ত হয়ে যান।

অন্যদিকে, কয়েক বছর আগে, শ্রেয়া ঘোষাল যখন পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন, তখন উদিত তাকে জড়িয়ে ধরে চুমু দেন। এতে শ্রেয়া কিছুটা অস্বস্তি অনুভব করলেও, তিনি হাসিমুখে বিষয়টি সামাল দেন।

এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা উদিত নারায়ণের আচরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং কেউ কেউ ভারতীয় সংস্কৃতির প্রতি তার অমর্যাদার বিষয়টি তুলে ধরছেন। গায়কের বন্ধু অভিজিৎ ভট্টাচার্য রসিকতা করে তাকে ‘খেলোয়াড়’ হিসেবেও তকমা দিয়েছেন!

আরবি/এফআই

Link copied!