ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

‘প্রতিহিংসা মানুষ, দেশকে পিছিয়ে দেয়’

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৩:১৬ পিএম

‘প্রতিহিংসা মানুষ, দেশকে পিছিয়ে দেয়’

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন আজমেরী হক বাঁধন। কেবল অভিনয় নয় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এই অভিনেত্রী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সমর্থন জানিয়েছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথেও নেমেছিলেন। তবে এ জন্য কম ঝুঁকি নিতে হয়নি এই অভিনেত্রীকে। এ কারণে হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন তিনি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপের শিকার হয়েছেন। নিজেই বিষয়টি জানিয়েছেন বাঁধন।

এ বিষয়ে বাঁধন বলেন, ‘আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি, ওই দিন থেকেই আমাকে ফোনে, খুদে বার্তায়, ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। অ্যাসিডও মারতে চেয়েছে। আমি ভয় পাইনি। কারণ, একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্র-ছাত্রীদের চোখে-মুখে যে আগুন দেখেছি, আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চার করেছি।’

বাধনের মতো তারকাদের একটি বড় অংশ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল। তবে শিল্পীদের একটি অংশ এই আন্দোলন ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে। এ নিয়ে বাঁধন বলেন, ‘সহশিল্পীদের একটি অংশ ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনই না, উল্টো আমাকে ভয় দেখিয়েছেন, ব্যঙ্গবিদ্রূপ করেছেন। তাদের এমন কাজে কষ্ট পেয়েছিলাম। তবে তাদের প্রতি আমার এখন কোনো বিদ্বেষ নেই। প্রতিহিংসা মানুষ, দেশকে পিছিয়ে দেয়।’

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য দেখা দেয়। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এক দল আছে সন্ত্রাসী কার্যকলাপ, জ্বালাও-পোড়াও নিয়ে, আরেক দল আছে সম্পত্তি লুট করতে। এমন অন্যায়কে আমি সমর্থন করি না। এখন ছাত্ররা যে পথ দেখালো আমাদের, সে পথে ধরে দেশ গড়তে হবে আমাদের। এসব ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করুন।’

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!