ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

‘আমার সম্মান নষ্ট করে ভিউ-বাণিজ্য করা হচ্ছে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৭:৩১ পিএম

‘আমার সম্মান নষ্ট করে ভিউ-বাণিজ্য করা হচ্ছে’

শিরিন শিলা। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব, ফেসবুকে মিথ্যা সংবাদ প্রচার করে সামাজিকভাবে হয়রানি করার দাবি করে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন এ প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা। এমন ১৮টি ইউটিউব ও ফেসবুক আইডির লিংক উল্লেখ করে রাজধানীর বাড্ডা থানায় এই উদ্যোগ নেন তিনি। ডায়েরি নম্বর ৩৬৭। পরবর্তী সময়ে সাইবার ক্রাইমে মামলা করবেন বলে জানান। বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন।

শিরিন শিলা জানান, প্রথমে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল তাকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও আজগুবি তথ্য দিয়ে খবর প্রচার করে। এরপর ওই কনটেন্ট কপি করে অসংখ্য ফেসবুক পেজে আপলোড করা হয়। এটি একজন শিল্পীর জন্য খুবই অসম্মানজনক ও মর্মান্তিক। এ কারণেই প্রশাসনের সহায়তা চেয়েছেন। সাধারণ ডায়েরি করেছেন তিনি।

শুরুতে এসব কনটেন্ট পাত্তা দেননি এই অভিনেত্রী। কিন্তু ক্রমেই বিষয়টি অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। এগুলোর মাধ্যমে রীতিমতো তার ক্যারিয়ার ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে বলে আশঙ্কা করেন তিনি! শেষমেশ বাধ্য হয়ে থানায় গেছেন বলে শিরিন শিলা জানান।

শিরিন শিলা। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য দিয়ে কনটেন্ট তৈরি করে প্রচার করছে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। সেসব আবার লাখ লাখ মানুষ দেখছে। আমার সম্মান নষ্ট করে ভিউ-বাণিজ্য করা হচ্ছে। আমি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি। আমার পরিবার ও আত্মীয়-স্বজনের সম্মানহানি হয়েছে। এমন মিথ্যা খবরে একজন শিল্পীর জীবন বিপন্ন হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমার চরিত্র নিয়ে কথা তুলেছে, নেতিবাচক খবর প্রকাশ করেছে। আমি নাকি নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত, দেশ ছেড়ে পালিয়ে গেছি। এগুলো অসত্য। ভক্ত-দর্শকের কাছে আমার সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। এসব কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

শিরিন শিলা প্রত্যাশা করে বলেন, ‘নতুন বাংলাদেশে, নতুন সরকার এসেছে। তাদের প্রতি আমাদের সবার অগাধ বিশ্বাস আছে। আমি ন্যায়বিচার পাব।’

চলতি বছর মেহেদী হাসান নির্মিত ‘শেষ বাজি’ সিনেমায় দেখা গেছে শিরিন শিলাকে। তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমা দুটি। সম্প্রতি যুক্ত হয়েছেন ‘গবেট’ নামের নতুন একটি সিনেমায়। বিদেশে একাধিক শো করে সম্প্রতি দেশে ফিরেছেন এই অভিনেত্রী। নিচ্ছেন নতুন সিনেমার শুটিংয়ের প্রস্ততি।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!