শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


এম তারেক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১১:৫৯ এএম

ভাইরাল করার প্রবণতা বাদ দেয়া দরকার: মৌসুমী মৌ

এম তারেক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১১:৫৯ এএম

ভাইরাল করার প্রবণতা বাদ দেয়া দরকার: মৌসুমী মৌ

মৌসুমী মৌ। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বছরজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে থাকে তার সরব পদচারণা। কদিন আগে দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে এলেন। করেছেন উপস্থাপনা ও মূকাভিনয়। সমসাময়িক বিষয়ে রূপালী বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন তিনি।

রূপালী বাংলাদেশ
রূপালি বাংলাদেশ পত্রিকা সত্য প্রচারে পিছপা হবে না। সত্য এবং বিশুদ্ধ বিনোদন বার্তা দিয়ে সাধারণ মানুষের পাশে থাকবে বলে বিশ্বাস করি।

ভিনদেশ
আমি দক্ষিণ কোরিয়ার MAMF ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছি। ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে তৃতীয়বার কোরিয়ায় যাওয়া হলো। এ উৎসবে ১৯টি দেশের শিল্পীরা অংশগ্রহণ করেছে। আমি দুই ঘণ্টার অনুষ্ঠান উপস্থাপনা করেছি। ১২ অক্টোবর কোরিয়া থিয়েটারের অ্যাসোসিয়েশন আয়োজিত বর্ডারলেস ফেস্টে মূকাভিনয় করেছি। ভালো অভিজ্ঞতা হয়েছে। আমার সহশিল্পী ছিলেন মীর লোকমান ও মাহবুব আলম।

ত্রিভুজ
সম্প্রতি আমার অভিনীত ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আলোক হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’। যেদিন এটি মুক্তি পায় সেদিন কোরিয়াতে ছিলাম। এখনো নিজে ওয়েব ফিল্মটি দেখতে পারিনি। যারা দেখেছে তারা প্রশংসা করেছে। আর অভিনয়ের সময় যারা দেখেছেন তারা বলেছেন আমার অভিনয় ভালো হয়েছে। ভিন্ন অভিজ্ঞতা। চলতি বছরের জানুয়ারি মাসে তীব্র শীতের মধ্যে বস্তিতে শুটিং করেছি। তা ছাড়া সে সময় বৃষ্টি হয়েছিল। ঠাণ্ডায় আমার আর সোহেল মন্ডলের নাজেহাল অবস্থা হয়েছিল। আমার দৃশ্য দিয়ে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হয়। শুটিংয়ের সময় টেনশন কাজ করছিল অনেক। কাজটি করে দারুণ অভিজ্ঞতা হয়েছে।

মৌসুমী মৌ। ছবি: সংগৃহীত

অভিনয়ে কম
অভিনয়ের প্রতি আমার আলাদা ডেডিকেশন আছে। ভালো স্ক্রিপ্ট পেলে কাজ করব। সত্যি বলতে অনেকে মনে করেন উপস্থাপনায় আমি বেশি ব্যস্ত বলে হয়ত অভিনয়ে সময় দেব না। কিন্তু বিষয়টা তেমন না। গল্প ভালো হলে উপস্থাপনার শো কনসিডার করতে আমি বিন্দুমাত্র ভাববো না। কিন্তু সমস্যা হলো ব্যতিক্রমধর্মী গল্পের প্রস্তাব খুব কম আসে। সবই গতানুগতিক ধারার কাজের প্রস্তাব আসে যা ভালো লাগে না।

ব্যস্ততা
এনটিভিতে কঙ্কা সেরা পরিবার–এর তৃতীয় সিজন করছি। নারী বিশ্বকাপ উপস্থাপনা করছি। নিয়মিত শো চলছে প্রথম আলো, বিজয় টিভি, এটিএন বাংলা, নাগরিক টেলিভিশন, চ্যানেল নাইন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে। মূকাভিনয়ের চর্চা চলছে। আগামী মাসে দেশের বাইরে যাবার সম্ভাবনা আছে। আমি যে কাজেই থাকি না কেন, এ চর্চা চলবেই। সামনে আইস্ক্রিনে আসবে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত আমার নতুন একটি ওয়েব ফিল্ম। নাম ‘শোধ’। ব্যতিক্রম একটি চরিত্রে এতে অভিনয় করেছি।

পরিবর্তন
সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের ঢেউ জেগেছে। সঞ্চালনার ক্ষেত্রে আগামীতে ইতিবাচক যেকোনো পরিবর্তন হোক এমনটা চাই। আর ভাইরাল করার প্রবণতা বাদ দেয়া দরকার। ইদানিং অনুষ্ঠানের কোনো অংশ ভাইরাল করার জন্য সংশ্লিষ্টরা মরিয়া হয়ে উঠেন।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!