হঠাৎ স্থগিত হয়ে যাওয়া চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের দিন নতুন করে নির্ধারণ হয়েছে। গত ২৮ ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি হচ্ছে ১০ জানুয়ারি। সদ্য চূড়ান্ত হয়েছে দিনটি। এদিন এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দুই বছর মেয়াদের লড়াইয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে নির্বাচন করছেন শাহীন সুমন ও শাহীন কবির টুটুল। অপর প্যানেল থেকে সভাপতি ও মহাসচিব পদে আছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফি উদ্দীন সাফি।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু।
আপনার মতামত লিখুন :